Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারো সিন্ডিকেটের কবলে পেঁয়াজ

আড়তদার-ব্যবসায়ীদের কারসাজি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

বছর না ঘুরতেই আবার আলোচনায় সেই পেঁয়াজ। পেঁয়াজ সঙ্কটের ধকল কাটতে না কাটতেই আবারও পেঁয়াজ নিয়ে কারসাজি শুরু হয়েছে। ঘণ্টায় ঘণ্টায় বাড়ানো হচ্ছে রন্ধনশালার অতি প্রয়োজনীয় পণ্যটির দাম। রাজধানীর বাজারগুলোতে যে যেভাবে পারছেন পেঁয়াজের দাম বাড়িয়ে দিচ্ছেন। গত দুই দিনে রাজধানী ঢাকার এলাকাভেদে পেঁয়াজে দাম কেজিপ্রতি ৯ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়িয়েছেন।

হঠাৎ করে ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর ভারত সরকার বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে দেশের বাজারে দফায় দফায় বাড়তে থাকে দাম। প্রতিদিন এলাকাভেদে পেঁয়াজের দাম কেজিতে বাড়ে ৫০-৬০ টাকা। এভাবে দাম বাড়তে বাড়তে প্রতিকেজি পেঁয়াজের মূল্য ২৬০ টাকা পর্যন্ত ওঠে। বাণিজ্য মন্ত্রণালয় দেশের বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে সিন্ডিকেট ব্যবসায়ীদের জরিমানা করে। সরকার বাজার নিয়ন্ত্রণে পাকিস্তান, চীন, মিশর, মিয়ানমার, ভিয়েতনামসহ বিভিন্ন দেশ থেকে আমদানির সুযোগ করে দিয়ে পরিস্থিতি সামাল দেয়। সে সময় বিমানে যাত্রীর বদলে পেঁয়াজ আনা হয়।

গতকাল শনির আখড়ার বাজারগুলোতে বিভিন্ন দোকানে দেখা যায় দেশি পেঁয়াজ ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়ে খোঁজ নিতে যাত্রাবাড়ির আড়তে যোগাযোগ করে জানা যায়, বৃহস্পতিবারও প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৪২ থেকে ৪৩ টাকা। আর সন্ধ্যায় তা বেড়ে হয়েছে ৫৫ থেকে ৫৭ টাকা। এক সপ্তাহ আগে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৩০ থেকে ৩২ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে প্রায় দ্বিগুন। আবার ভারতীয় পেঁয়াজ প্রতি কেজির দাম ছিল ৩২ থেকে ৩৩ টাকা। তা বিক্রি হয় ৩৫ থেকে ৪০ টাকা। এক সপ্তাহ আগে এ পেঁয়াজের কেজি ২০ টাকার নিচে বিক্রি হয়েছে।

পেঁয়াজ উৎপাদনকারী, আমদানিকারক, পাইকার ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে বর্তমানে পেঁয়াজের কোনো সঙ্কট নেই। পর্যাপ্ত পরিমাণে দেশি জাতের পেঁয়াজ বিভিন্ন স্থানে মজুত রয়েছে। অনেক মৌসুমি ব্যবসায়ীর কাছেও পেঁয়াজ মজুত রয়েছে। ভারত থেকে আমদানি কমে যাওয়া এবং সেখানে মূল্য বৃদ্ধি পাওয়ার সুযোগ নিচ্ছেন দেশের সিন্ডিকেট ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে সরকারের নজরদারি না থাকায় আমদানি কম অজুহাতে তারা দাম বাড়িয়ে দিয়েছেন।

রাষ্ট্রায়ত্ত বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাব অনুযায়ী, এক মাস আগে প্রতিকেজি দেশি পেঁয়াজের দাম ছিল ৪০ থেকে ৪৫ টাকা। গত বৃহস্পতিবার তা বিক্রি হয়েছে ৪৫ থেকে ৬০ টাকা। এক মাসের ব্যবধানে কেজিপ্রতি শতকরা দাম বেড়েছে ১৭ দশমিক ৬৫ শতাংশ। আর এক মাস আগে প্রতিকেজি বিদেশি পেঁঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা। এখন বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়।

হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে আমদানিকারকদের সহযোগী প্রতিষ্ঠান সি-বার্ড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রতন সাহা বলেন, ভারতের উত্তর প্রদেশ থেকে পেঁয়াজ আমদানি কম হচ্ছে। সেখানেই কেজিপ্রতি দাম বেড়েছে সাত থেকে আট টাকা। বর্তমানে পেঁয়াজের বুকিং রয়েছে ২৫০ থেকে ২৬০ ডলার। ভারত থেকে ট্রাকে করে সীমান্তে পৌঁছানো, সীমান্ত থেকে গন্তব্যে পৌঁছানো কাস্টমস ডিউটি ও অন্যান্য খরচ হিসাব করলে কেজিপ্রতি ব্যয় হয় ১০ থেকে ১২ টাকা পর্যন্ত।

তবে দেশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, পেঁয়াজের সঙ্কট নেই। পাবনা, নওগাঁ, রংপুর, বগুড়া, ফরিদপুর, যশোরের কৃষকরা জানান, গত বছর ভালো দাম পাওয়ায় অনেকেই পেঁয়াজ আবাদ করেছেন। মূলত সিন্ডিকেট ব্যবসায়ীরা আমদানি বন্ধের অজুহাতে দাম বাড়িয়ে দিয়েছে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারতে বন্যা ও বৃষ্টির কারণে সেখানে দাম বেড়েছে, যার প্রভাব দেশের বাজারে পড়েছে। এ বিষয়টি তারা নিয়মিত তদারকি করছেন। এরই মধ্যে দেশের বিভিন্ন জেলায় প্রশাসন তদারকি চালাচ্ছে। তবে পেঁয়াজের দাম গত বছরের মতো হওয়ার সম্ভাবনা নেই।

জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংগঠন কনজিউমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, করোনার কারণে সব শ্রেণি পেশার মানুষের আয় কমে গেছে। অথচ এখন বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় মানুষের কষ্ট বেড়ে যাচ্ছে। মানুষের ক্রয়ক্ষমতা যাতে বাড়ে সেদিকে সরকারের নজর দেয়া উচিত।



 

Show all comments
  • Rabiul Hoque ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪১ এএম says : 0
    এজন্যই বলেছিলাম যে, শুধু মাত্র রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করে পূর্ণাঙ্গ ১২ মাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার জন্য। কে শুনে কার কথা ?
    Total Reply(0) Reply
  • Md Amin ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৩ এএম says : 0
    বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পরে আবারো দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানীকৃত পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। মাত্র তিনদিনের ব্যবধানে পেঁয়াজের দাম পাইকারিতে (ট্রাকসেল) কেজিপ্রতি বেড়েছে ৫ টাকা করে।
    Total Reply(0) Reply
  • Umed Raja ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৪ এএম says : 0
    হিলি স্থলবন্দর দিয়ে সড়ক ও রেলপথে ভারত থেকে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ আমদানি হওয়ার কারণে কোরবানির ঈদের সময় দেশের বাজারে পর্যাপ্ত সরবরাহ ছিল। এতে করে প্রতি বছর দাম বাড়লেও এবারে উল্টোটা হয়েছে, দাম আরো কমেছিল। বন্দর দিয়ে সড়ক ও রেলপথ দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় বেশ কিছুদিন ধরেই পেঁয়াজের বাজার স্থিতিশীল ছিল। তবে সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হওয়ায় দেশটির বাজারে সরবরাহ কমে দাম বাড়তির দিকে রয়েছে।
    Total Reply(0) Reply
  • Khorshed Gazi ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৪ এএম says : 0
    আগে বন্দর দিয়ে ৩০-৩৫ ট্রাক করে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমে ২০-২২ ট্রাকে নেমে এসেছে। বন্দর দিয়ে বেশ কিছুদিন ধরে শুধু ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হলেও সম্প্রতি বন্দর দিয়ে নাসিক জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। আর আমাদের বাড়তি দামে কিনতে হচ্ছে। যার কারণে দেশের বাজারেও পেঁয়াজের দাম কিছুটা বাড়ছে।
    Total Reply(0) Reply
  • Md Faruk ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৬ এএম says : 0
    পেঁয়াজ ব্যাঙ হয়ে গেছে এইজন্যই লাফিয়ে লাফিয়ে দাম বাড়ছে তাই না..
    Total Reply(0) Reply
  • Raihan Hossain ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৬ এএম says : 0
    কৃষক লাভবান হোক । সিন্ডিকেট ভেঙ্গে যাক। যখন দাম নাগালে আসবে প্রয়োজনে পেঁয়াজ ডিপ ফ্রীজে সংরক্ষণ করবো। আর তাছাড়াও এই সিজনে যেগুলো চাষ হচ্ছে সেগুলো মুরি পেঁয়াজ সেগুলো দ্রুত পচনশীল সো এসব নিয়ে মাথা না ঘামানোই বেটার। আমি চাই চাষীরা লাভবান হোক। আর যেসব শয়তানের দল পেঁয়াজ গুদামজাত করেছে তাদের গুলা পচে যাক।
    Total Reply(0) Reply
  • কামাল ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৭ এএম says : 0
    শান্ত তারা দেশে এই পিয়াজের একটি চক্র সরকার কে ব্যর্থ প্রমাণ করতে এসব করছে। এরা বলতে চাইছে সরকার পিয়াজ নিয়ন্ত্রণ করতে পারে না দেশ নিয়ন্ত্রণ করবে কিভাবে!
    Total Reply(0) Reply
  • A Hussain Siddiq ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৭ এএম says : 0
    সামান্য একটা পন্য পিয়াজ কন্ট্রোল করতে পারছেনা!! দুর্নীতি সয়লাব সোনার দেশ!!!
    Total Reply(0) Reply
  • Raihan Hossain ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৭ এএম says : 0
    আর আমরা সাধারন মানুষ এত হয়েও গোটা কয়েক সিন্ডিকেটের সাথে কেনো পারতেসি না। সবাইকে পেয়াজ বর্জন করার আহভান জানাচ্ছি
    Total Reply(0) Reply
  • Md Gias Uddin ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৮ এএম says : 0
    অামরা পিয়াজ কি-না থেকে বিরত থাকতে পারিনা। দেখি পিয়াজ দিয়ে ওরা কি করে।
    Total Reply(0) Reply
  • Rafia Rahman ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৮ এএম says : 0
    এই সব অসাধু ব্যবসায়ীদের ব্যবসার লাইসেন্স বাতিল করা হোক । এবং এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হোক। প্রয়োজনে এদের জেল জরিমানা করা হোক। আশা করি এ ব্যপারে সরকার জলদি কোন সমধান বের করবে।
    Total Reply(0) Reply
  • Rafia Rahman ৫ সেপ্টেম্বর, ২০২০, ৩:৪৮ এএম says : 0
    আমাদের দেশে ইতিমধ্যে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ রয়েছে । এবং অভ্যান্তরিন চাহিদা পুরনের জন্য আরও পেঁয়াজ বিদেশ থেকে খুব শীগ্রই দেশে এসে পৌছাবে কিংবা পৌঁছেছে। এর পরেও বাজার গুলাতে পেঁয়াজের মূল্য অস্বাভাবিক ভাবে বেশি । এর পেছনে নিশ্চয় কোন সিন্ডিকেটের হাত রয়েছে । এসব রোধে রেগুলার বাজার মনিটরিং অত্যান্ত প্রয়োজন।
    Total Reply(0) Reply
  • Mohammed Shah Alam Khan ৫ সেপ্টেম্বর, ২০২০, ৯:৫১ পিএম says : 0
    বাংলাদেশে পিয়াজ পর্যাপ্ত পরিমাণ উৎপন্ন না হওয়াতে প্রচুর ঘটতি থেকে যায় যেটা পার্শবর্তী দেশ ভারত ও মায়ানমার থেকে আমদানী করে প্রয়োজন মেটানো হতো। কিন্তু হঠাৎ করে গতবছর ভারত পিয়াজ রপ্তানী বন্ধ করে দিলে দেশে পিয়াজের হাহাকার লেগে যায়। এতে করে ব্যাবসায়ীরা পিয়াজ নিয়ে নানা ছলনা করে কোটি কোটি টাকা পকেটস্ত করে মজা পেয়ে যায়। এখন তারা সেই মজা ভুলতে পারছেনা তাই তারা এদিক সেদিক করে মজা নিচ্ছে। এখানে সরকারের কিছুই করার নেই কারন এদের সাথে সরকারের দুষ্ট (অনৈতিক) প্রকৃতির কর্মকর্তারা জড়িত রয়েছেন। আল্লাহ্‌ আমাদের দেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে সত্য কথা বলা ও সততার সাথে চলার ক্ষমতা দান করুন। আমিন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পেঁয়াজ

১৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ