Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা শেখ হাসিনা এনেছেন উন্নয়ন’

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, এই সরকার সাধারণ সরকার নয় দেশ উন্নয়নের সরকার। এই সরকার প্রধানের সাথে কাজ করি মনে আনন্দ পাই, গর্ব বোধ করি। সরকার প্রধান তার পিতার মতো সাধাসিদে, বঙ্গবন্ধু সাদাসিদে চলতে ফিরতে পছন্দ করতেন।
গতকাল জেলা শিল্পকলা একাডেমি মিলয়াতনে সুনামগঞ্জ জেলা রিপোর্টাস ইউনিটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লতিফুর রাজুর সভাপতিত্বে ও এমরানুল হক চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় পরিকল্পনামন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হবে এবং ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্ত করতে না পারে সেই লক্ষে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এর আগে সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে সার্কিট হাউসে ২৯ জন সাংবাদিকদের আর্থিক প্রনোদনা চেক বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার মিডিয়া বান্ধব। দেশের করোনার সময়ে জনগণের পাশাপাশি সকল গণমাধ্যম কর্মীর খোঁজ খবর রাখছেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ, সংসদ সদস্য জয়াসেন গুপ্তা, সংরক্ষিত আসনের এমপি শামীমা শাহারিয়া, আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান।



 

Show all comments
  • ম নাছিরউদ্দীন শাহ ৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:১৯ পিএম says : 0
    শিরোনাম বঙ্গবন্ধু দিয়েছে স্বাধীনতা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন। মাননীয় প্রধান মন্ত্রী আন্তর্জাতিক ভাবে বিশ্বের প্রভাবশালী নেতাদের একজন। দক্ষিণ বিচক্ষন প্রভাবশালী ক্ষমতাধর রাষ্ট্র প্রধান। আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মান জনক পুরুস্কার বিশ্ব মানবতার মা আরো অনেক প্রাপ্তী আন্তর্জাতিক পুরুস্কার পেয়ে সমগ্রজাতিকে বিশ্বের মাঝে বাংলাদেশ কে মর্যাদাবান সম্মান জনক অবস্থায় নিয়ে যাচ্ছেন। পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি। শান্তির মাধ্যমে প্রতিদিনের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ করে বিশ্ব নোবেল শান্তি পুরুস্কারের কাজ করেছেন। ক্ষতবিক্ষত রক্তাক্ত দিশাহারা দশ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর আশ্রয়দাতা প্রধান মন্ত্রী এটিও আন্তর্জাতিক ভাবে শান্তিতে নোবেল প্রাইজের কাজ বাংলাদেশের আকাশ বিজয় সমুদ্র বিজয়ের সূর্য সারথী ডিজিটাল বাংলাদেশের রুপকার। সমগ্র বিশ্বের সাথে চ‍্যালেজ করে নিজস্ব অর্থায়নে পদ্ধা সেতু আজ দিশ‍্যমান বিদ‍্যুৎ ঘাটতি নেই। চল্লিশ বিলিয়ন ডলারের নিরাপদ রিজার্ভ। উন্নয়ন অগ্রগতি অর্থনৈতিক পরাশক্তির জন্যেই ভিষণ ২০৪১/ সবকিছুর অগ্রভাগে বিশ্ব মানবতার জননী ভয়ংকর মহামারীতে সমগ্রজাতির নিরাপত্তা খাদ‍্য ব‍্যবস্থা বিশালসংখ্যক প্রনোদনা সাহসিকতার নজির। আমাদের ঐক্যবদ্ধ ভাবে জার জার অবস্থান হতে মাননীয় প্রধান মন্ত্রী কে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন‍্যে শ্রদ্ধা ও সম্মান জানানো উচিত মনে করি। বঙ্গবন্ধু তাহার দর্শন ক্ষুদা দারিদ্র মুক্তি। বাংলাদেশ প্রতিযোগিতার বিশ্বে অর্থনৈতিক শক্তিশালী দেশের কাতারে নিয়ে গেছেন। আমরা ভাগ‍্যবান মাননীয় প্রধান মন্ত্রীর মত নেতা পেয়েছি মহান আল্লাহর দরবারে বিশ্বের কঠিন পরিস্থিতিতে দেশের প্রধান মন্ত্রীর শারীরিক সুস্থতা দীর্ঘায়ু কামনা করছি। আমিন। আল্লাহ্ আমার নিঃস্বার্থ দোযা প্রার্থনা কবুল করুন। আল্লাহ্ আমাদের দেশের সকলস্তরের মানুষ কে হেদায়েত করুন বুঝাবার তৌফিক দিন। আমিন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিকল্পনামন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ