প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। যার অভিনয় গুণে মুগ্ধ হাজার হাজার সিনেপ্রেমীরা। এমনকি যোগ্যতার প্রমাণ দিয়ে বি টাউনে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি। যদিও তার এই সাফল্যের যাত্রাটা খুব সহজ ছিলো না। জীবনে অনেক চড়াই-উতরাই পার করে আজকের এই অবস্থানে পৌঁছেছেন নওয়াজ।
একজন সফল নির্মাতার সঙ্গে যে কেউই কাজ করতে চাইবেন, এটাই স্বাভাবিক। যার ব্যতিক্রম ঘটেনি নওয়াজের ক্ষেত্রেও। দীর্ঘ বিশ বছর ধরে পরিচালক সুধীর মিশ্রার পরিচালনায় কাজ করতে চেয়েছেন অভিনেতা। কিন্তু অভিনয় তো দূরের কথা, তার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগটাই মেলেনি। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে 'গ্যাং অফ ওয়ারসিপুর' খ্যাত এই চিত্রতারকার।
জানা গিয়েছে, নওয়াজউদ্দিন সিদ্দিকী নতুন একটি সিনেমাতে অভিনয় করবেন। এর নাম 'সিরিয়াস ম্যান'। আর সিনেমাটিতে প্রথমবারের মতো নওয়াজ কাজ করতে চলেছেন পরিচালক সুধীর মিশ্রার সঙ্গে।
সম্প্রতি পুরনো স্মৃতি রোমন্থন করে নিজের টুইটার হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। সেখানে তিনি লেখেন, 'ঘটনাটি ২০০০ সালের। কলকাতা মেইল সিনেমার কাজে তখন ব্যস্ত ছিলেন সুধীর মিশ্রা। আমি সিনেমার সহকারী পরিচালককে বলেছিলাম যেন তিনি আমাকে সুধীর মিশ্রার সঙ্গে সাক্ষাৎ করান। কথা অনুযায়ী সে আমাকে পরিচালকের সেটে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যখন হাত নেড়ে ইশারা করবেন তখন যেন আমি কাছে যাই। সেখানে আমি অপেক্ষা করতে থাকি। এক পর্যায়ে পরিচালক আমার দিকে হাত নেড়ে ইশারা করেছিলেন। কিন্তু আমি তার কাছে যাওয়ার পরে সে আমাকে হতাশ করেন এবং অপেক্ষা করতে বলেন। পরে সে কাজে ব্যস্ত হয়ে পড়লে আর সাক্ষাৎ করা সম্ভব হয়ে ওঠেনি।'
দীর্ঘ ২০ বছর পর সেই স্বপ্ন পূরণের কথা জানিয়ে ওই পোস্টে নওয়াজ আরও লিখেছেন, 'দীর্ঘ কুড়ি বছর পর আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। যে মানুষটির সঙ্গে আমি দেখা করার জন্য উন্মুখ হয়ে থাকতাম, সেই সুধীর মিশ্রা স্যারের পরিচালনায় সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করছি। এর চেয়ে আর বড় প্রাপ্তি কি হতে পারে।'
উল্লেখ্য, নওয়াজউদ্দিন সিদ্দিকী অভিনীত সবশেষ সিনেমা 'ঘুমকেতু'। বর্তমান সঙ্কটের কারণে সিনেমাটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেয়েছে। এতে নওয়াজকে ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিলো অমিতাভ বচ্চন, অনুরাগ ক্যাশপ ও রাগিনী খান্নাকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।