Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পানিতে ডুবে মৃত ১০

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় পানিতে ডুবে শিশুসহ ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এদের মধ্যে কুড়িগ্রামের রৌমারীতে খালার বাড়ি বেড়াতে এসে নদীতে ডুবে ৩ শিশু ও কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের নিজ পুকুরে পানিতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ২ শিক্ষার্থী, টাঙ্গাইলের মির্জাপুরে নবম শ্রেণির এক স্কুলছাত্র ও নাটোরের নলডাঙ্গায় গোসল করতে নেমে বন্যার পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে আমাদের সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদন-

কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবু জানান, কুড়িগ্রামের রৌমারীতে খালার বাড়িতে এসে সোনাভরি নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের কলেজপাড়া গ্রামের সোনাভরি নদীতে গোসল করতে গিয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ওই তিনজন আপন খালাতো ভাইবোন।
নিহতরা হলো, গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কিসমত বড়বাড়ি গ্রামের অলি উল্লাহের মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী জিন্নাত খাতুন দিনা (১২), রৌমারী সরকারি কলেজের সহকারী অধ্যাপক হায়দার আলীর ছেলে অষ্টম শ্রেণির ছাত্র সিয়াম আহমেদ (১৩) ও একই উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের কাউয়ারচর গ্রামের আব্দুল কাদেরের ছেলে হামিম মিয়া (১৬)। এবিষয়ে রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, এটি একটি দুর্ঘটনা।
নিকলী (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের হাবশ্বরদিয়া সাহপুর গ্রামে ভূইয়া বাড়িতে গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ পুকুরে পানিতে ডুবে ২ শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। হাবশ্বরদিয়া সাহপুর জামান ভূইয়ার শিশু ছেলে সায়ন (৫), একই পরিবারের মিলাত ভূইয়ার শিশু কন্যা মুন আক্তার (৪) ও দামপাড়া ইউনিয়নের কাঠালকান্দি গ্রামের কাজল মিয়ার শিশু কন্যা বাড়ীর সামনের নদীতে ডুবে সুমাইয়া আক্তার (৫) এর মৃত্যু হয়েছে। এ ৩ জন শিশুকে নিকলী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিকলী থানার ওসি শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, গতকাল দুপুরে শহরের পশ্চিম মেড্ডা নোয়াপাড়া এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়। নিহতরা হলো- ওই এলাকার নুরুল ইসলামের মেয়ে মিথিলা (৬) এবং তার খালা শামসুন্নাহার (১০)। মিথিলা মেড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী ও শামসুন্নাহার মডেল গার্লস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

পরিবারের লোকজন জানান, দুপুরে বাড়ির সামনে মাছ ধরতে গিয়ে প্রথমে মিথিলা পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে শামসুন্নাহারও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ১নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হাসান খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরের নলডাঙ্গায় গোসলে নেমে বন্যার পানিতে ডুবে যুথী নামের এক পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃস্পতিবার দুপুরে উপজেলার বাঁশিলা মধ্যপাড়া গ্রামের হালতি বিলের বন্যার পানিতে গোসলে নামলে এ দুর্ঘটনা ঘটে। যুথী ওই গ্রামের সুজন মীনার মেয়ে ও বাঁশিলা মাদরাসার প্রথম শ্রেণির ছাত্রী। নলডাঙ্গা থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বৃস্পতিবার দুপুর দেড়টার দিকে যুথী গোসল করতে বাড়ির পাশে হালতি বিলের বন্যার পানিতে নেমে নিখোঁজ হয়। পরে যুথীর লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাত জানান, টাঙ্গাইলের মির্জাপুরে মাছ ধরার জাল নিয়ে সাঁতরে খাল পার হওয়ার সময় পানিতে ডুবে খাইরুল ইসলাম (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গত বুধবার উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপুর এলাকায় এই ঘটনা ঘটে। মৃত স্কুলছাত্র খাইরুল ইসলাম উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া গ্রামের ময়নাল হকের ছেলে। সে গোড়াই উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পানি

২৫ অক্টোবর, ২০২২
২১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ