Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

নাটোর-বগুড়া মহাসড়ক চার লেনের কার্যক্রম শুরু

নাটোর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

দেড়শ’ কোটি টাকা ব্যয়ে নাটোর শহরের মাদরাসা মোড় থেকে শেরকোল পর্যন্ত নাটোর-বগুড়া মহাসড়কের প্রশস্তকরণ কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে উত্তরা গণভবন পর্যন্ত তিন কিলোমিটার সড়কের উভয় পাশে ড্রেনসহ ফুটপাথ এবং মাঝে ডিভাইডারসহ চার লেনে উন্নীতকরণ করা হচ্ছে। 

গতকাল দুপুর সাড়ে ১১টায় মহাসড়ক প্রশস্তকরণ কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নাটোর-২ আসনের (নাটোর সদর ও নলডাঙ্গা) সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। এ উপলক্ষ্যে মাদরাসা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি শিমুল বলেন, করোনা সংক্রমণ এবং বন্যা পরিস্থিতি মোকাবেলার মধ্যেও দেশের উন্নয়ন কার্যক্রম থেমে নেই। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করবো। সেই লক্ষ্যে দেশের উন্নয়ন অগ্রযাত্রার কার্যক্রম আগামী দিনগুলোতে আরো বেগবান হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারওয়ার, নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ হুর্ত্তোজা আলী বাবলু।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুর রহিম জানান, শহরের মাদরাসা মোড় থেকে উত্তরা গণভবন পর্যন্ত তিন কিলোমিটার পর্যন্ত পৌরসভার অন্তর্গত সড়ক উভয় পাশে ড্রেনসহ ফুটপাথ এবং মাঝে ডিভাইডারসহ চার লেনে উন্নীতকরণ করা হবে। নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা পর্যন্ত ৩৪ ফুট প্রশস্তকরণ কার্যক্রমের নির্মাণ ব্যয় ৮২ কোটি টাকা। খেজুরতলা থেকে সিংড়া উপজেলার শেরকোল পর্যন্ত মহাসড়ক প্রশস্তকরণ কার্যক্রমে আরো ব্যয় হচ্ছে ৬৪ কোটি টাকা। অর্থাৎ মোট ব্যয় প্রায় দেড়শ’ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ