Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিখোঁজের ২৪ ঘণ্টা পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

ময়মনসিংহের ফুলপুরে আশি পাচকাহনিয়া গ্রামে নিখোঁজের ২৪ ঘণ্টা পর রাস্তার পাশে ক্ষেতের হাটুপানি থেকে গত বুধবার সন্ধ্যায় মাহবুব আলম (১২) নামে এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ। সে আশি পাচকাহনিয়া আল আত্তেকুয়া বাগে জান্নাত হাফেজিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ও হালুয়াঘাট উপজেলার আমতৈল গ্রামের নিজাম উদ্দিনের পুত্র। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মাহবুব আলম প্রতিদিনের মতো গত মঙ্গলবার সন্ধ্যার আগে লজিং বাড়ি থেকে খাবার আনতে যায়। খাবার নিয়ে সে আর মাদরাসায় ফিরে আসেনি। সেখান থেকেই নিখোঁজ হয় মাহবুব। মাদরাসায় ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজির পর তার কোন সন্ধান না পেয়ে বুধবার এলাকায় মাইকে নিখোঁজ সংবাদ প্রচার করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় লোকজন গত বুধবার সন্ধ্যায় মাদরাসা সংলগ্ন পয়ারি রোডের পাশে জমির হাঁটুপানিতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেয়। ফুলপুর থানা পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাদরাসা ছাত্র মাহবুব আলমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং গতকাল বৃহ¯পতিবার ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মাদরাসা ছাত্র মাহবুব আলমের মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন অনেকেই। এ মৃত্যু নিয়ে পরিবার ও স্থানীয়দের মাঝে চলছে নানা আলোচনা। মাদরাসা কর্তৃপক্ষ পুলিশকে জানান, পানিতে পড়ে মারা যেতে পারে মাহবুব। যেস্থান থেকে তার লাশ উদ্ধার হয় সেখানে হাটু পরিমান পানি থাকায় মাহবুব আলমের মৃত্যুতে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
ফুলপুর থানার ওসি ইমারত হোসেন গাজী বলেন, এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ