Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনয়ে ফিরেই ব্যস্ত ফারিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

গত ঈদের নাটকে অভিনয়ের পর আর অভিনয় করেননি এ সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী ফারিন। ঈদের বিরতি শেষে আবার তিনি অভিনয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। ইতোমধ্যে তিনি সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ‘ট্রল’, অঞ্জন আইচের পরিচালনায় ‘মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রনা’র নাটকের কাজ শেষ করেছেন। মেহেদী হাসান জনি’র নির্দেশনায় একটি খন্ড নাটকের কাজও শেষ করেছেন। এই তিনটি নাটকের মধ্যে দুটি নাটকে তার বিপরীতে আছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং একটিতে আছেন ইরফান সাজ্জাদ। এছাড়াও ফারিণ আগামী কিছুদিনে গোলাম সোহরাব দোদুলের নির্দেশনা’য় খন্ড নাটকে কাজ করাসহ জাকারিয়া সৌখিন, জুলফিকার, এস আর মজুমদারের নাটকে অভিনয় করবেন। খন্ড নাটকে অভিনয় করেই ফারিণ অল্প সময়ের মধ্যে যেমন দর্শক পরিচিতি পেয়েছেন, তেমনি পেয়েছেন দর্শকের ভালোবাসা। নাটক নির্মাতাদেরও তার প্রতি আস্থা বেড়েছে। ফলে তার সমসাময়িক অভিনয়শিল্পীদের মধ্যে ফারিণের ব্যস্ততাই বেশি। অবশ্য খন্ড নাটকে টানা অভিনয় করে গেলেও এখন পর্যন্ত ধারাবাহিক নাটকে অভিনয়ে দেখা যায়নি তাকে। ফারিণ বলেন, ‘এখন পর্যন্ত যে দু’টি নাটকের কাজ শেষ করেছি। দুটি নাটক হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস যন্ত্রনা ও ট্রল। দুটি নাটকেরই গল্প চমৎকার। বর্তমানে আমি খন্ড নাটকে কাজ করা নিয়ে বেশি ব্যস্ত থাকায় ধারাবাহিকের জন্য সময় দিতে পারছি না। তবে ইচ্ছা আছে। ধারাবাহিকের গল্প যেমন পছন্দ হওয়া জরুরী ঠিক তেমনি জরুরী ধারাবাহিকে আমার চরিত্র পছন্দ হওয়া। যখন খুব ভালো ধারাবাহিক নাটকে কাজ করার প্রস্তাব পেয়েছিলাম তখন আমার পরীক্ষা চলছিলো। তা না হলে হয়তো এতদিনে ভালো একটি ধারাবাহিকেও হলেও কাজ করা হয়ে যেতো আমার।’ উল্লেখ্য, ফারিণ ভালো গানও গাইতে পারেন। ছোটবেলায় তিনি খালিদ হোসেন, ওস্তাদ ইয়াকুব আলী খান, মইনুল ইসলাম খান, করিম শাহাবুদ্দিনের কাছে গানে তালিম নিয়েছেন। পরবর্তীতে নজরুল একাডেমি থেকে উচ্চাঙ্গ সঙ্গীত ও নজরুল সঙ্গীতে চার বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ