Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের সুরে প্রতীক হাসানের নতুন গান ও ভিডিও

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৪ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

সঙ্গীতশিল্পী প্রতীক হাসান নিজের গায়কী এবং মিউজিক ভিডিওগুলোতে ব্যতিক্রম উপস্থাপনার মধ্যদিয়ে আলাদা এক অবস্থান তৈরী করেছেন। ফলে তার গানের আলাদা শ্রোতা-দর্শকও রয়েছে। ছোটবেলা থেকেই গানের প্রতি ছিলো তার দুর্নিবার আকর্ষণ। বাবার গানের প্রতি অদম্য ভালোবাসাই তারমধ্যে গানের প্রতি ভালোবাসার সৃষ্টি প্রতীকের। দীর্ঘ দশ বছর ধরে নিজের সুরেও গান গাইছেন প্রতীক হাসান। নতুন করে আরো একটি গানের সুর সঙ্গীত করেছেন তিনি। গানের শিরোনাম ‘শুধু ভালোবাসি বল্লেই তোকে ভরেনা এ মন আরো কিছু বলতে তোকে ইচ্ছে করে সারাক্ষণ’। গানটি লিখেছেন প্রসেনজিৎ। এই গানে প্রতীকের সঙ্গে গেয়েছেন নদী। কক্সবাজারের মনোরম লোকেশনে সৌমিত্র ঘোষ ইমনের নির্দেশনায় প্রতীকের সুর করা ও গাওয়া এই নতুন গানের মিউজিক ভিডিওর শুটিং শুরু হয়েছে বলে জানান প্রতীক হাসান। একই গীতিকারের লেখা ও রেদওয়ান শেখের সুরে ‘ও বন্ধুরে দূরে থাকিস না’ গানেও কন্ঠ দিয়েছেন প্রতীক হাসান। নিজের নতুন গানটি প্রসঙ্গে প্রতীক হাসান বলেন, ‘নতুন গানটির কথা আমার কাছে ভালো লেগেছে। অনেক মনোযোগ দিয়ে, যত্ম নিয়ে গানটির সুর সঙ্গীত করেছি। নদীও চমৎকার গেয়েছে। গানটি ২০২০ সালের অন্যতম একটি গান হবে বলেই আমি বিশ্বাস করি।’ এদিকে বেশকিছু নাটকের গানও গেয়েছেন প্রতীক। প্রতীক বলেন, প্রায় ছয়/সাতটি নাটকের গান গেয়েছি আমি। যারমধ্যে বেশ কয়েকটি শ্রোতাপ্রিয়তা পেয়েছে। এরমধ্যে কয়েকটি গানের নতুন করে আলাদা মিউজিক ভিডিও আসবে, যাতে আমার উপস্থিতিও থাকবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ