প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্রথমবারের মতো ওয়েব ডেবিউ হতে চলেছে বলিউড অভিনেতা অজয় দেবগণের। জনপ্রিয় ক্রাইম সিরিজ 'লুথার'-এর রিমেকে অভিনয় করবেন তিনি। সিরিজে তার বিপরীতে দেখা যাবে ইলিয়ানা ডি'ক্রুজকে।
জানা গেছে, ইতোমধ্যে সিরিজটিতে অভিনয়ের জন্য রাজি হয়ে গিয়েছেন অজয় দেবগন। আর চিত্রনাট্য পড়ে সবুজ সংকেত দিয়েছেন ইলিয়ানাও। এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক চুক্তির। সিরিজটি পরিচালনার দায়িত্ব কার কাঁধে দিয়ে পড়ছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
যদিও অনেক আগেই এই সিরিজের ঘোষণা আসার কথা ছিলো। কিন্তু বাধ সেধেছিলো করোনা। কিন্তু এবার খুব শিগগিরই এই সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা আসবে।
এর আগে, 'বাদশা হো' ও 'রেইড'-এর মতো সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছেন অজয়-ইলিয়ানা। সেসময় বি টাউনের এই জুটিকে বেশ পছন্দও করেছিলেন সিনেপ্রেমীরা। বলাই বাহুল্য এই জুটির ওয়েব ডেবিউয়ের খবরে দারুণ উচ্ছ্বসিত তাদের ভক্তরা।
প্রসঙ্গত, অজয়ের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত সিনেমা 'দ্য বিগ বুল'-এ মূখ্য ভূমিকায় অভিনয় করবেন ইলিয়ানা ডি'ক্রুজ। সিনেমাটি প্রযোজনার পাশাপাশি অভিনয়ও করবেন অজয় দেবগণ। এছাড়াও থাকছেন অভিষেক বচ্চন, নীতিকা দত্ত এবং বরুণ শর্মা। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা কুকি গুলাটি। এটি আগামী বছরের ২৩ অক্টোবর মুক্তি পাবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।