বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দেড় বছরের শিশু সাদমান সাকি অপহরণ মামলার তদন্ত র্যাবের কাছে হস্তান্তরের আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালত। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে শুনানী শেষে এ আদেশ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন।
এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটার জাসমীন আহম্মেদ বলেন, ‘দেড় বছরের সাদমানের অপহরণ খুবই হৃদয় বিদারক। তার বাবা-মা এখনো সাদমানের জন্য অপেক্ষায় আছে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। কিন্তু র্দীঘ সময় পরেও কোনো সুরাহা হচ্ছে না। করোনার পূর্বে আমরা মামলাটি র্যাবের কাছে হস্তান্তরের আবেদন জানাই। আজ শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন দমন আদালত মামলাটি র্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। আমরা মনে করি, র্যাব এ মামলার তদন্ত কাজ খুব দ্রুততার সঙ্গে শেষ করবে।’
সাদমান সাকির পিতা সৈয়দ উমর খালেদ এ্যাপন বলেন, ‘দীর্ঘদন যাবৎ আমি আমার সন্তানের জন্য লড়াই করে যাচ্ছি। কিন্তু তবু কেউ আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিতে পারছে না। আমার র্যাবের উপর আস্থা আছে। আমি আশা করবো, র্যাব অতিদ্রুত আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।