Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার পৌর সভার সাবেক কাউন্সিলর নোবেলের ২০ কোটি টাকা জব্ধ করেছে দুদক

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১১:২১ পিএম

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর জাবেদ কায়সার নোবেলের ২০ কোটি টাকা জব্দ করেছে দুদক।

কক্সবাজারের চারটি ব্যাংক থেকে নোবেল এর নামের অ্যাকাউন্ট নাম্বার থেকে দুদক এই ২০ কোটি টাকা জব্দ করেছে বলে জানা গেছে।

দুদকের চট্টগ্রাম অঞ্চলের এক কর্মকর্তা সূত্রে বজানা গেছে, পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার নোবেলের চারটি ব্যাংক হিসাব থেকে এই ২০ কোটি টাকা জব্দ করা হয়েছে।

জানা গেছে কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখা টাকা উত্তোলন সংক্রান্ত একটি মামলার বিষয়ে তদন্ত করছে দুদক। ওই মামলার প্রেক্ষিতে নোবেল সহ আরও ১০ জনের ব্যাংক হিসাব অনুসন্ধানে নেমেছে দুদক।

অনুসন্ধানে কক্সবাজারের চারটি ব্যাংক যথাক্রমে প্রাইম ব্যাংক, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক, ট্রাস্ট ব্যাংক ও বেসিক ব্যাংকে নোবেলের হিসেবে এই ২০ কোটি টাকার সন্ধান পায় দুদক।

দুদক প্রতীয়মান করছে কক্সবাজার ভূমি অধিগ্রহণ শাখায় মধ্যস্থতা তথা দালালির মাধ্যমে এসব টাকা হাতিয়ে নেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ