Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রণব মুখার্জির শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন

আজ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসের যাবতীয় প্রটোকল মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শেষ বিদায়ে তাকে গার্ড অফ অনার দেয়া হয়। গতকাল দুপুরে দিল্লির বাসভবন থেকে শশ্মানে নিয়ে যাওয়া হয় প্রণব মুখার্জির মরদেহ। সকালে সাবেক প্রেসিডেন্টকে শেষ শ্রদ্ধা জানান প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনৈতিক জীবনে বরাবরই প্রণব মুখার্জির সঙ্গে সব রাজনৈতিক দলের নেতা-নেত্রীরই সুসম্পর্ক ছিল। তাই দলমত নির্বিশেষে তাকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। গত সোমবার সন্ধ্যায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখোপাধ্যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দিল্লিতে কর্মরত হাইকমিশনার মোহাম্মদ ইমরান প্রণব মুখার্জির নয়াদিল্লির বাসভবনে গিয়ে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। বাংলাদেশের আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্ট নেতারা প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

ভারতের সাবেক প্রেসিডেন্ট ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখার্জির মৃত্যুতে আজ বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন ও বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

এছাড়াও, প্রণব মুখার্জির জন্য বুধবার সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
প্রণব মুখার্জি বিগত ৩ সপ্তাহ ধরে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪। বর্ণময় রাজনৈতিক জীবনের পাশাপাশি নিপুণ হাতে সামলেছেন প্রশাসনিক দায়িত্ব। প্রণব মুখার্জি মৃত্যুতে ভারতীয় রাজনীতি ও প্রশাসনিক জগতে এক যুগের অবসান ঘটল। সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে ৭ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ভারতের কেন্দ্রীয় সরকার।

গত ৯ আগস্ট বাড়ির শৌচাগারে পড়ে গিয়ে মাথায় চোট পান প্রণব মুখার্জি। এতে তার মাথায় রক্ত জমাট বেঁধে রয়েছে বলে জানতে পারেন ডাক্তাররা। এরপরই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তখন থেকেই তার অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে জানা যায়। পাশাপাশি করোনা আক্রান্ত ছিলেন বলে টুইট করে নিজেই জানিয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট।

প্রণব মুখার্জির বীরভ‚মের মিরাটি গ্রামের মুখোপাধ্যায় পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি তার প্রায় সাড়ে চার দশকের সুদীর্ঘ রাজনৈতিক জীবনে সাত বার (পাঁচ বার রাজ্যসভা ও দুই বার লোকসভা) সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া কেন্দ্রের বিভিন্ন সরকারে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দায়িত্ব পালন করেন। এরপর ২০১২ সালে ভারতের প্রথম বাঙালি প্রেসিডেন্ট হিসাবে রাইসিনা হিলের প্রেসিডেন্ট ভবনে প্রবেশ করেন।

প্রণব মুখার্জীর মৃত্যুতে শোকপ্রকাশ করে তার কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে চিঠি দেন কংগ্রেসের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। সোনিয়া লিখেছেন, ‘উনি প্রতিটি পদেই আলাদা স্বাতন্ত্র্য তৈরি করেছিলেন। ৫ দশকেরও বেশি সময় ধরে জাতীয় রাজনীতি, কংগ্রেস দল ও কেন্দ্র সরকারের অবিচ্ছেদ্য অংশ’। শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানান সে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ভাইস প্রেসিডেন্ট বেঙ্কাইয়া নায়ডু, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত, সস্ত্রীক সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী, কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধী, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালসহ বহু নেতা-মন্ত্রী ও সাধারণ মানুষ।

প্রেসিডেন্টের শোক: ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। তিনি এক শোকবার্তায় বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভ‚মিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরিতে তার ছিল গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা।

প্রধানমন্ত্রীর শোক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি পাঠিয়েছেন। গত সোমবার পাঠানো চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জির মৃত্যুর খবর পেয়ে আমি গভীরভাবে শোকাহত। এই দুঃখজনক সময়ে আমি তার রুহের শান্তির জন্য প্রার্থনা করছি।’

ভারত-চীন বন্ধুত্বের ক্ষেত্রে বড় ক্ষতি : বেজিং
ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জীর মৃত্যু ভারত-চীন বন্ধুত্বের ক্ষেত্রে বিরাট ক্ষতি। প্রণব মুখার্জির প্রতি শ্রদ্ধা জানিয়ে একথা বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইয়ং। প্রণব মুখার্জীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে বেজিং থেকে। একই সঙ্গে ভারত সরকার ও সাবেক প্রেসিডেন্টের পরিবারকে সংবেদনা জানানো হয়। ##



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ