Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে বিক্ষোভ

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ি দাউদকান্দি থেকে অপসারণ, তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে গত সোমবার মোশতাকের বাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন ও কঙ্কর নিক্ষেপ করেন নেতাকর্মীরা। পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আ.লীগ সভাপতি অ্যাড. আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, মহিলা আ.লীগের সভাপতি জেবুনেসা জেবু, সাধারণ সম্পাদক লায়লা হাসান প্রমুখ।

মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, বঙ্গবন্ধু হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাক এটা আজ প্রমাণিত সত্য। কমিশন গঠন করে ১৫ আগস্ট হত্যাকান্ডের অন্তরালের কুশীলবদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। তিনি আরও বলেন, খুনি মোশতাকের অপরাধের দায় দাউদকান্দিবাসী তথা কুমিল্লাবাসী নেবে না। মোশতাক দাউদকান্দির সন্তান নয়। তার বাবা নড়াইল থেকে দশপাড়ায় বসতি গড়েছে। আমরা কলঙ্কের দাগ মুছে ফেলতে চাই। তার বাড়ি এখান থেকে অপসারণ ও তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ