Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে জামায়াত নেতাসহ ৬ জন কারাগারে

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামি বিশ^বিদ্যালয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুরের অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শামসুল ইসলামসহ ছয়জনকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণের পর জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
অভিযুক্ত শামসুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। অন্য পাঁচজন হলেন- ট্রাস্টি বোর্ডের সদস্য অধ্যাপক আহসান উল্ল্যাহ, বিজনেস ফ্যাকাল্টির ডিন মাহবুব রহমান, ইংরেজি বিভাগের অধ্যাপক কাওসার আহমেদ, সাবেক সহকারী প্রক্টর নিজাম উদ্দিন ও কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম।
জেলা ও দায়রা জজ আদালতের পিপি আ ক ম সিরাজুল ইসলাম বলেন, আসামিরা উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন। আদালতের নির্দেশনা অনুসারে আত্মসমর্পণ করতে এসে তারা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।
মামলায় অভিযোগ করা হয়, ২৯ জানুয়ারি এই ছয় আসামির প্ররোচনায় ছাত্রশিবিরের ৭০ জন ক্যাডার বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কার্যালয়ে গিয়ে জাতির পিতা ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে। ওই ঘটনায় দÐবিধির ১২৪ (ক) ধারায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে চলতি বছর ১২ ফেব্রæয়ারি সীতাকুÐ থানায় মামলাটি করেছিলেন আইনজীবী কামাল উদ্দিন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামায়াত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ