Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ভূত পুলিশ’ নিয়ে ফিরছেন সাইফ-অর্জুন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ৭:৩৪ পিএম

বলিউড পরিচালক পবন কিরপালনী নির্মান করতে যাচ্ছেন 'ভূত পুলিশ'। হরর কমেডি ধাঁচের এই সিনেমাতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করবেন সাইফ আলী খান ও অর্জুন কাপুর। সম্প্রতি এমন তথ্য সোশ্যাল মিডিয়ায় নিশ্চিত করেছে প্রযোজনা সংস্থা টিপস ফিল্মস অ্যান্ড মিউজিক।

বিষয়টি সম্পর্কে প্রযোজনা সংস্থার তরফে এক বিবৃতিতে নির্মাতা পবন কিরপালনী জানান, দীর্ঘদিন ধরেই এমন একটি সিনেমা তৈরীর পরিকল্পনা করছিলাম। অবশেষে সেই সুযোগটা পেয়েছি। এই সিনেমাতে সাইফ ও অর্জুনকে একসঙ্গে পেয়ে আমরা দারুণ উচ্ছ্বসিত। তারা দু'জনেই নিজের জায়গা থেকে সেরা। আশা করছি, এই সিনেমার থ্রিল প্রতি মুহুর্তে উপভোগ করবেন দর্শকরা।

২০১৯ সালের এপ্রিলে এই সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিলো। সেসময় ট্রেড অ্যানালিস্ট তরুণ আদর্শ জানিয়েছিলেন, একই বছরের আগস্টে সিনেমাটির শুটিং শুরু হবে। যদিও তখন ছবিটি শুটিং ফ্লোরে গড়ায়নি।

জানা গিয়েছে, 'ভূত পুলিশ' সিনেমাতে ভূত তাড়ানোর ওঝার চরিত্রে দেখা যাবে সাইফ ও অর্জুনকে। চলতি বছরের গোড়ার দিকে শুরু হবে সিনেমার শুটিং।

তবে শুরুতে এই সিনেমায় সাইফ আলী খান, আলী ফজল ও ফাতিমা সানা শেখের অভিনয়ের কথা ছিলো। কিন্তু প্রযোজনা সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার পর জল্পনা তৈরী হয়েছে যে, আলী ফজলের পরিবর্তে অর্জুন কাপুরকে নেওয়া হয়েছে। আর ফাতিমা সানাও সিনেমাতে থাকছেন কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ