Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাপ্তাই উপজেলায় বিএনপির ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

কাপ্তাই (রাঙামাটি) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ৭:৩০ পিএম

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো কাপ্তাই উপজেলা শাখার বিএনপির নেতাকর্মীরা।

মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় কাপ্তাই উপজেলাস্থ শিলছড়ি কাপ্তাই উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১০ ঘটিকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় ও সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় "দোয়া" এবং প্রতিষ্ঠা বার্ষিকীর "আলোচনা সভা" অনুষ্ঠিত হয়। এই সময় কাপ্তাই উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপজেলা বিএনপিকে ফুল দিয়ে বরণ করে নেয়।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অংশ নেন কাপ্তাই উপজেলা বিএনপির সি: সহ সভাপতি জাফর আহমেদ স্বপন, সি: যুগ্ন সম্পাদক আবু বকর সিদ্দিক আবু, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক, কাপ্তাই উপজেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম মেম্বার, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপিসাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মায়ারাম তংগচংগা, সাংগঠনিক সম্পাদক মোঃ মফিজ, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাব উদ্দিন, কাপ্তাই উপজেলা যুবদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ মেম্বার, সাধারণ সম্পাদক ইব্রাহীম হাবিব মিলু, সাংগঠনিক সম্পাদক সুমন মারমা, কাপ্তাই উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক সেকান্দার আলী রাসেল, সেচ্ছাসেবক দলের মোঃ রফিক সহ নেতাকর্মীরা।

এছাড়াও কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতৃবৃন্দ এবং কাপ্তাই উপজেলা ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিকদল, তাতিদল, মুক্তিযুদ্ধা দল, জাসাস, ওলামাদল, মৎসজীবিদল ও কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ