Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুরে নারীকে অপহরণের চেষ্টা, সাবেক স্বামীর ৬ বন্ধু আটক

সৈয়দপুর (নীলফামারী) জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ৬:৪৯ পিএম

সৈয়দপুরে তালাকপ্রাপ্ত স্বামীর ৬ বন্ধু গৃহবধূকে অপহরণের চেষ্টাকালে এলাকাবাসীর হাতে ধরা পরে। স্থানীয়রা পরে তাদের পুলিশে দেয়। এসময় তাদের কাছে দুটি দেশীয় অস্ত্র পাওয়া যায়। ৩১ আগস্ট সোমবার কামারপুকুর ইউনিয়নের কান্দুরার মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, কয়েক বছর আগে ওই এলাকার আবুল হোসেনের মেয়ে মোর্শেদার বিয়ে হয় রংপুর বদরগঞ্জ এলাকার মিরাজ হোসেনের সাথে। কিন্তু সংসারে কলহের জের ধরে এক বছর আগে উভয়ের মধ্যে তালাক হয়। কিন্তু ৩১ আগস্ট সোমবার সাবেক স্বামীর ৬ বন্ধু মেরাজ হক, আরিফুল ইসলাম, মানিক, মিম, স্বপন ও রাজা আবুল হোসেনের বাড়িতে এসে মোর্শেদার মা গোলাপী বেগমের গলায় ধারালো ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে এবং গৃহবধূ মোর্শেদাকে টানাহেচড়া করে বাড়ির বাইরে নেওয়ার চেষ্টা করেন। এসময় তাদের আত্মচিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ওই ৬ যুবককে আটক করে পুলিশে খবর দেয়।
সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই ৬ যুবককে আটক করে এবং ২টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করে। তাদের বিরুদ্ধে অপহরণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ