প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
স্বাস্থ্যবিধি মেনে প্রাচ্যনাট আয়োজন করতে যাচ্ছে ‘মহলা মগন’ শীর্ষক উঠান নাটকের মেলা ২০২০। ‘অবসাদ বিরুদ্ধ¯্রােত’ স্লোাগান নিয়ে মাসব্যাপি এই আয়োজন অনুষ্ঠিত হবে কাঁটাবনের প্রাচ্যনাট মহড়া কক্ষে। আয়োজনটিতে প্রতি প্রদর্শনীতে ২০ জন দর্শক নাটক দেখার সুযোগ পাবে। টিকেট মূল্য দুইশ’ টাকা। টিকেটের জন্য যোগাযোগঃ ০১৭৯০১০৫০৪০ এই নম্বরে। স্থান: প্রাচ্যনাট উঠান । ২৭৮/৩ (৪র্থ তলা), কাঁটাবন ঢাল, নিউ এলিফ্যান্ট রোড। অনুষ্ঠান সূচী: দ্য জু স্টোরি, রচনা: এডওয়ার্ড অ্যালবী, অনুবাদ: আশফাকুল আশেকীন, নির্দেশনা: কাজী তৌফিকুল ইসলাম ইমন। প্রদর্শনী ৪ ও ৫ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা। দ্য ডাম্ব ওয়েটার, রচনা: হ্যারল্ড পিন্টার। অনুবাদ: রবিউল আলম। নির্দেশনা: মো. শওকত হোসেন সজিব। প্রদর্শনী ১১ ও ১২ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা। হানড্রেড বাই হানড্রেড। রচনা ও নির্দেশনা: সাইফুল জার্নাল। প্রদর্শনী ১৮ ও ১৯ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা। কর্ণেলকে কেউ চিঠি লেখে না। উপন্যাস: গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস। নাট্যরূপ: মো. শওকত হোসেন সজিব। নির্দেশনা: কাজী তৌফিকুল ইসলাম ইমন। প্রদর্শনী ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা। ফাউস্ট অথবা অন্য কেউ। অবলম্বন: গ্যোটের শ্রুতিনাট্য ‘ফাউস্ট’। তত্ত্বাবধান: তানজি কুন। প্রদর্শনী ২ ও ৩ অক্টোবর শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।