Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনা প্রতিরোধে মন্ত্রিপরিষদ বিভাগের চার নির্দেশনা

আজ থেকে কার্যকর হচ্ছে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস রোগ প্রতিরোধে বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরিধান করা, পারস্পারিক দুরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলাচল নিশ্চিত করতে চার নিদের্শনা দিয়ে সকল সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে।

গতকাল সোমবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ চৌধুরী স্বাক্ষরিত চিঠি সকল সচিবকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, কোভিড ১৯ এর বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের সার্বিক কার্যাবলি / চলাচলের ক্ষেত্রে স্ব স্ব মন্ত্রণালয়/ বিভাগ/ কর্তৃপক্ষ কর্তৃক ব্যবস্থা গ্রহণ করবে। জনসাধারণের সার্বিক কার্যাবলি / চলাচলের ক্ষেত্রে স্ব স্ব মন্ত্রণালয়/ বিভাগ/ কর্তৃপক্ষ কর্তৃক তাদের আওতায়ধীণ বিষয়ে স্বাস্থ্যবিভি প্রতিপালন নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। বাসস্থানের বাইরে সর্বাবস্থায় মাস্ক পরিধান করা, পারস্পারিনক দুরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থ্যবিভি মেনে চলাচল নিশ্চিত করতে হবে।

কোভিড-১৯ এর বিস্তার রোধে স্থানীয় সরকার বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ধর্মমন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগসহ জেলা ও উপজেলা প্রশাসন ব্যাপক প্রচারণা ও জনসচেতনামুলক কার্যক্রম বাস্তবায়ন করবে এবং স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধান গুলো অমান্যকারী ব্যক্তি / প্রতিষ্ঠিানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ নিছিমত করতে বলা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ