Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ভান্ডারিয়ায় স্ত্রী কর্তৃক পুরুষাঙ্গ হারালেন সহিদ গাজী

ভান্ডারিয়া (পিরোজপুর) উপজেলার সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২০, ২:২০ পিএম

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার গৌরিপুর ইউনিয়নের মাটিংভাগা গ্রামের শাহা গাজীর পুত্র সহিদ গাজী (৪৫) নিজ বাড়িতে স্ত্রী কতৃক পুরুষাঙ্গ মারাত্মক ভাবে জখম হয়েছে বলে এলাকাবাসীর কাছ থেকে জানা য়ায়।
ভান্ডারিয়া সদরে সহিদ গাজী দীর্ঘদিন ধরে সপরিবারে বাসা ভাড়া করে বসবাস করে আসছিলো। ঘটনার দুই দিন আগে সপরিবারে
মাটিংভাগা নিজ বাড়ির অবস্থান করছিলো।
গত রাত আনুমানিক ৪,.৩০ মিনিটের সময় হঠাৎ সহিদ গাজীর আত্নচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগে নিয়ে আসেন।
সহিত গাজী জানান, ঘুমন্ত অবস্থায় তার স্ত্রী পুরুষাঙ্গ কেটে ফেলেছেন।
কর্তব্যরত চিকিৎসক ডাঃআব্দুল মান্নান শাকিল জানান রোগীর জখম মারাত্মক। রোগীর পুরুষাঙ্গটি একে বারে শরীর থেকে আলাদা হয়ে যায়নি তবে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার সম্ভবনা খুবই কম।
প্রাথমিক চিকিৎসা শেষ উন্নত চিকিৎসার জন্য বরিশাল শে-ই-বা়লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায় সহিদ গাজী দীর্ঘদিন যাবত ভান্ডারিয়া রূপা সিনেমা হলের টিকেট মাষ্টার হিসেবে কাজ করে আসছিলেন।
সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পরেন। তার স্ত্রী মানষিক ভারসাম্যহীন বলে এমন কাজ করেছেন বলে দাবী করেন সহিদ গাজী পরিবারের সদস্যরা ।
মোঃমাকসুদুর রহমান অফিসার ইনচার্জ ভান্ভারিয়া থানা তার কাছে জানতে চাইলে তিনি বলেন আমার কাছে এখনো লিখিত কোন অভিযোগ করেনি করলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ