Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাগুরার শালিখায় পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ৭:৫০ পিএম | আপডেট : ৭:৫৯ পিএম, ৩০ আগস্ট, ২০২০

মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামের পুকুর থেকে মিমি খাতুন নামে(২০ )এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে শালিখা থানা পুলিশ। রবিবার সকালে নিহত মিমের বাবার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরবর্তী পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় । সে শতখালী গ্রামের জরিপ মিয়ার বড় মেয়ে ও রাশেদুল ইসলাম পিন্টুর স্ত্রী।স্বামী পিন্টু কুমিল্লা সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত আছেন। জানা গেছে, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে মিম তার বোনদের সাথে ঘুমিয়ে পড়েন সকালে ঘুম থেকে উঠে মিমির মা মেয়েকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করতে থাকে এক পর্যায়ে তাদের বাড়ি থেকে আধা কিলোমিটার দূরবর্তী নিমাই বোসের পুকুরে উপুড় হয়ে ভেসে থাকতে দেখে মীমকে। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে, তাকে উদ্ধার করে মৃত ঘোষণা করা হয়। পিন্টুর পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, পিন্টু এবং তার স্ত্রী মিমের মধ্যে সবসময় ভাল সম্পর্ক বিদ্যমান। কে বা কারা কিভাবে মীমকে মেরেছে এ ব্যাপারে তারা কিছুই জানেন না বলে জানান। থানা অফিসার ইনচার্জ (ওসি ) মোঃ তরিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া শালিখা থানা সার্কেল এসপি আবির হাসান শুভ্র ঘটনাস্থল পরিদর্শন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ