Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সমন্বয়হীনতায় বাড়ছে জনদুর্ভোগ

পরিদর্শনকালে সুজন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় না থাকায় সড়কে খোঁড়াখুড়ি চলছে উল্লেখ করে সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন বলেছেন, এতে অর্থের অপচয়ের পাশাপাশি জনদূর্ভোগও হচ্ছে। তিনি শুক্রবার নগরীর পোর্ট কানেকটিং রোডসহ কয়েকটি সড়কে সংস্কার কাজ পরিদর্শনকালে এ কথা বলেন।
তিনি দু:খ করে বলেন, নগরীর অধিকাংশ সড়কই বিধ্বস্ত রুপ নেয়ার প্রধান কারণ পারষ্পরিক সমন্বয়ের অভাব। দেখা গেছে চসিক সড়কের সংস্কার বা মেরামত কাজ শেষ করার পর পরই ওয়াসাসহ অন্যান্য সেবা সংস্থাগুলো রাস্তা খোঁড়াখুড়ি শুরু করে। এজন্য দায় নিতে হয় সিটি কর্পোরেশনকে। চেষ্টা করছি কিভাবে ভোগান্তি কমানো যায়। পরিদর্শনকালে প্রকৌশলী আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ