বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
পর্যটকদের ভিড়ে মুখরিত ল²ীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর বøকে বাঁধায় তীর। করোনা পরিস্থিতির কারণে প্রায় ৪ মাস পর হঠাৎ ব্যাপক পর্যটকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মেঘনা নদীর রামগতি উপজেলার আলেকজান্ডার উপজেলা পরিষদের সামনে বøকে বাঁধায় করা তীর যেন দ্বিতীয় কক্সবাজার। প্রতিদিন দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন পরিবার পরিজন নিয়ে নদীর পাড়ে ঘুরতে আসেন।
আলেকজান্ডার উপজেলা পরিষদের সামনে মেঘনার তীর সংলগ্ন আব্দুর রউফ নামের এক দোকানদার জানান, দীর্ঘদিন পর আজ কয়েকদিন ধরে বিভিন্ন স্থান থেকে লোকজন পরিবার পরিজন নিয়ে আসছে। বেচাকেনাও ভালো চলছে। আলেকজান্ডার নদীর পাড়ে ঘুরতে আসা পর্যটক সোহাগ ও মাহমুদুর রহমান জানান, নদীরপাড়ের পরিবেশ এখন খুবই ভালো লাগছে, তবে উন্নত মানের হোটেলে না থাকায় একটু সমস্যাও হচ্ছে। আবার অনেকেই স্বাস্থ্যবিধি তথা মাস্ক ব্যবহার করছে না বলেও তারা জানান।
স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পর্যটকসহ দর্শনার্থীদের উপস্থিতি ভালো রয়েছে। তবে বীচে মাস্ক ব্যবহারকারীর সংখ্যা কম। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে উপজেলা পর্যায় থেকে কঠোর হওয়া প্রয়োজন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মোমিন জানান, এ বীচে মাঝে মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, পর্যটকরা যদি আরও একটু সচেতন হন তাহলে স্বাস্থ্যবিধি মানাটা অনেক সহজ হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।