বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দিলীপ কুমার সাহা (৫০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পিকআপ ভ্যানের চালকসহ চারজন।
আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনী এলাকার এশিয়ান হাইওয়েতে (বাইপাস) এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলীপ উপজেলার ভোলাব এলাকার বাসিন্দা।
আহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক শফিকুল ইসলাম, সবজি ব্যবসায়ী জামান মিয়া ও জহিরুল ইসলাম। আহত অপরজনের নাম জানা যায়নি। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, সকালে পলখান এলাকা থেকে সবজি কিনে পিকআপ ভ্যানে করে ভোলাব যাচ্ছিলেন দিলীপ। পথে কালনী এলাকায় পিকআপ ভ্যানটির সঙ্গে বিপরীত দিকে থেকে আসা গাজীপুরগামী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দিলীপ মারা যান। এসময় পিকআপ ভ্যান চালকসহ আরও চারজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।