বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : পদ্মায় তীব্র স্রোত ও ভাঙনে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটের দৌলতদিয়ায় ৪টি ফেরি ঘাট বন্ধ হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দৌলতদিয়া-পাটুরিয়ার ফেরিঘাট। ঘাট বন্ধ করে দেয়ায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। যানবাহনের লাইন ঘাট এলাকা থেকে সড়কে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে পড়েছে।
দৌলতদিয়া সবগুলো ফেরি ঘাট ভেঙে যাওয়ায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ যানবাহন চালক ও শ্রমিকদের ঘুর পথে যাওয়ার জন্য অনুরোধ করছে। বিআইডব্লিউটিসি আরিচা ঘাট কর্তৃপক্ষ জানায়, বেশ কয়েকদিন ধরে দৌলতদিয়ার ৪টি ঘাটের মধ্যে দু’টি বন্ধ থাকলেও শনিবার বিকেল থেকে ভাঙনের কারণে আরো একটি ঘাট বন্ধ হয়ে যায়। বাকি একটি ঘাট চালু থাকলেও রোববার সকালে সেটিও বন্ধ হয়ে গেলে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে সকালে পাটুরিয়া থেকে কয়েকটি ফেরি যানবাহন নিয়ে দৌলতদিয়ার উদ্দেশ্যে রওনা হলে সেগুলো মাঝ পথ থেকে আবার পাটুরিয়া ঘাটে ফিরিয়ে নিয়ে আসা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।