Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

বাগমারায় ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।
রোববার (৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ঝিকরা ইউনিয়নের জোড়াপুকুর আশ্রয়ণ প্রকল্পের পাশে এ বন্দুকযুদ্ধ হয়। তবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
রাজশাহীর পুঠিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসলাম আহমেদ জানান, পুলিশ ভোর রাতে ওই এলাকায় টহল দিচ্ছিল। এ সময় টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। পরে পুলিশও পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের পর অজ্ঞাত ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তৎক্ষণাৎ তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় ওই ব্যক্তির।
বর্তমানে ওই এলাকায় পুলিশের উদ্ধার তৎপরতা চলছে। নিহত ব্যক্তির পরিচয় জানানোরও চেষ্টা চলছে। পুলিশের ওপর হামলার এ ঘটনায় মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ