Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ভ্যাকসিন পাওয়ার দৌড়ে প্রথম সারিতেই আমরা : স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ৩:১৩ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বের অন্য কোন দেশ ভ্যাকসিন পেলে আমরাও পাবো। আমাদের দেশও ভ্যাকসিন পেতে প্রথম সারিতে থাকবে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের কর্ণেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে, আগামী কয়েক মাসের মধ্যে হয়তো আমরা সেই ভ্যাকসিন পাবো। দুইদিন আগে আমরা চীনের ভ্যাকসিনকে পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দিয়েছি।

এডভান্সমেন্ট অব রুরাল এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার সোসাল সিকিউরিটি এন্ড হেলথ (অরিষ) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই শিশু খাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অরিষের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. লুৎফর রহমান, অরিষের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ মোহাম্মদ ঝিনুক বক্তব্য রাখেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইরাদ কোরাইশী ইমনের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে দুই শতাধিক পরিবারের মাঝে শিশু খাদ্য হিসেবে আটা, দুধ, সুজি, বিস্কুট, স্যালাইন, চিনি ও খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, আটা, এক কেজি ডাল বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে তিনি ওই এলাকায় শাবানা মালেক মডেল কমিউনিটি ক্লিনিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বাস্থ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ