Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

অভ্যন্তরীণ ডেস্ক : দেশের ৯ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৭ আগস্ট) সকাল ৮টায় একযোগে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৯ পৌরসভার মধ্যে ৮টিতে চলছে সাধারণ নির্বাচন এবং অপরটিতে চলছে মেয়র পদে উপ-নির্বাচন।
সাধারণ নির্বাচন হচ্ছে- দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, রংপুরের পীরগঞ্জ, পটুয়াখালীর গলাচিপা, নড়াইলের লোহাগড়া, টাঙ্গাইলের ঘাটাইল, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়ায়। আর মেয়র পদে উপ-নির্বাচন চলছে শরীয়তপুরের নড়িয়ায়।
ভোটগ্রহণ উপলক্ষে সবগুলো নির্বাচনী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের বাড়তি ফোর্স মোতায়েনের পাশাপাশি মাঠে নেমেছে বিজিবির ১২ প্লাটুন সদস্য।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ ৩৯ জন মেয়র পদে লড়ছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩৩৭ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ