Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানে শোহাদায়ে কারবালা মাহফিল

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

রাউজানের হলদিয়ায় শোহাদায়ে কারবালা মাহফিল বাস্তবায়ন কমিটির উদ্যোগে গত বৃহস্পতিবার রাতে এয়াছিন শাহ কলেজের হলরুমে আয়োজিত জিকিরে মোস্তফা (সা.), ওয়াজ মাহফিল ও দ্রব্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান সাংবাদিক মাওলানা এম বেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। বাস্তবায়ন কমিটির আহবায়ক মোহাম্মদ জাবেদ, সচিব মাওলানা মোজাম্মেল হোসাইন ও মোহাম্মদ সাজ্জাদের যৌথ সঞ্চালনায় তকরির করেন উপাধ্যক্ষ আল্লামা কাজী সাইদুল আলম খাকী, আরবি প্রভাষক আল্লামা জসীম উদ্দিন আবেদী, আল্লামা ইদ্রিছ আনছারী।
বক্তব্য রাখেন, রাজনীতিবীদ এস এম বাবর, আলহাজ মাহবুবুল আলম, জালাল আহমেদ, আলহাজ নুরুল হুদা মেম্বার, মোহাম্মদ আলী মেম্বার, মোহাম্মদ মনছুর। নাত পরিবেশন করেন শায়ের মাওলানা আব্দুল মাবুদ, মাওলানা হাছান রেজা কাদেরী, মাওলানা মিনহাজ উদ্দিন, মাওলানা ওসমান গনী কাদেরী, মাওলানা হাফেজ মিনহাজ, শিক্ষার্থী মো. আবু বক্কর।
বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক জাহাঙ্গীর আলম সিকদার, আলহাজ মাওলানা আলী ছিদ্দিকী, আলহাজ সোলায়মান চৌধুরী, সাংবাদিক জাহেদুল আলম, সাংবাদিক তৈয়ব চৌধুরী, আল্লামা বাহাউদ্দিন ওমর, আল্লামা সৈয়্যদ মুহম্মদ লুৎফর রহমান, শিক্ষানুরাগী আলহাজ মুহাম্মদ নিজাম উদ্দিন, মাওলানা মুহাম্মদ রফিক, ব্যবসায়ী শেখ মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মাওলানা আব্দুল মালেক, মাওলানা নাছির উদ্দিন আল কাদেরী, মওলানা নেজাম তৈয়্যবী, মাওলানা ইকবাল হোসেন, হাফেজ মাওলানা আবু ছালেহ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ