Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ঈশ্বরগঞ্জে বিষ পানে যুবকের মৃত্যু

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ৬:২০ পিএম

ময়মনসিংহের ঈশ^রগঞ্জে মানিক (৩৫) নামের এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে ময়মনসিংহ হাসপাতালে তার মৃত্যু হয়।

জানা যায়, উপজেলার রাজিবপুর ইউনিয়নের সূতিবরাট গ্রামের আবুল হোসেনের ছেলে মানিক মিয়া দীর্ঘদিন ধরে পারিবারিক নিগৃহের স্বীকার হয়ে মানসিক অবস্বাদে ভুগছিল। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে মানিক বিষ পান করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসরত অবস্থায় শুত্রবার দুপুরে তার মুত্যু হয়। এলাকাবাসী জানান, আবুল হোসনের রোজিনা আক্তার, ঝনি আক্তার ও সুমাইয়া আক্তার নামে তিন মেয়ে সহ নিহত মানিক মিয়া তার একমাত্র ছেলে ছিল। আবুল হোসেনের অঢেল সম্পদ থাকলেও সব সম্পত্বির মালিক তিন মেয়েকে দিয়ে দেওয়ার কথা বললে পিতা ও মাতার সাথে ছেলে মানিকের বিরোধ শুরু হয়। গত এক বছর ধরে ছেলেকে বাড়িতে জায়গা দেননি তারা। ওই এক বছর ধরে চাচার বাড়িতে থাকতেন মানিক মিয়া।

তবে মানিকের পিতা আবুল হোসেন ছেলের সাথে জমি নিয়ে বিরোধ অস্বীকার করে বলেন এগুলো মানুষের বানানো কথা।

ঈশ^রগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ