বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত কয়েকদিনের টানা বৃষ্টি আর মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারের তীব্র পানির চাপে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৩ টি গুরুত্বপূর্ণ সড়ক ভেংগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।এতে ঐসব এলাকার হাজার হাজার মানুষের চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয়েছে।সরেজমিনে গিয়ে দেখা যায় কমলনগরের মতিরহাট-তোরাবগঞ্জ সড়ক, লুধূয়া-হাজিরহাট সড়ক এবং লরেঞ্চ-নবীগঞ্জ সড়কসহ এ তিনটি গুরুত্বপূর্ন সড়ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ঐ সব এলাকার বাজার গুলোতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আমদানী- রপ্তানি ও করা যাচ্ছেনা।চলাচল করতে পারছেনা কোন প্রকারের যানবাহন।
এলাকাবাসী জানায় তীব্র জোয়ারে মতিরহাট-তোরাবগঞ্জ সড়কের প্রায় ৪০ ফুট রাস্তা বিচ্ছিন্ন হয়ে যায়। লুধূয়া-হাজিরহাট সড়ক ও লরেঞ্চ-নবীগঞ্জ সড়ক ও বিচ্ছিন্ন হয়ে গেছে।এতে এই সড়কগুলোতে জোয়ারে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর ঘটনাস্থল পরিদর্শন করেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোবারক হোসেন জানান এই সড়ক গুলোর ব্যাপারে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।বরাদ্দ পেলে পূর্ণ সংস্কার করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।