Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইমিগ্রেশন পলিসির পরিবর্তনই কারণ

আবুধাবি থেকে যাত্রী ফেরত

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২০, ১২:০৪ এএম

চলমান করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে স¤প্রতি মধ্যপ্রাচ্যের দেশ আবুধাবির বিমানবন্দর থেকে প্রবাসী বাংলাদেশিদের ফিরিয়ে দেয়ার ঘটনায় দেশটির ইমিগ্রেশন বিভাগের পলিসির হঠাৎ পরিবর্তনকে প্রধান কারণ হিসাবে উল্লেখ করেছে তদন্ত কমিটি। গতকাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, গত ১০ আগস্ট আবুধাবির ইমিগ্রেশন বিভাগ তাদের পলিসি পরিবর্তন করে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, যাদের ভিসার মেয়াদ আছে বা নেই তারা আবুধাবি ঢুকতে পারবে। তবে ১৩ আগস্ট তারা তাদের সেই পলিসিতে আবারো পরিবর্তন আনে। সংশোধিত পলিসিতে তারা বলে যে, আবুধাবিতে প্রবেশের জন্য প্রবাসীদের দ্যা ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ (আইসিএ) এর অনুমোদন লাগবে। আর যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তারা সেদেশে এন্ট্রির অনুমোদন আছে কি না সেটি চেক করার জন্য একটি ওয়েব পোর্টালের অ্যাড্রেস দিয়েছে। তবে এই নির্দেশনাটি প্রবাসী যাত্রী ও বিমান সংস্থা মিস করে গেছে। তাই তারা দেশটিতে প্রবেশ করতে পারেনি। তিনি বলেন, যাত্রীদের ফেরত পাঠানো কিংবা কি করলে প্রবাসী বাংলাদেশিরা সেদেশে ঢুকতে পারবে সে বিষয়ে আবুধাবি ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসকে জানায়নি। এছাড়াও এয়ার এরাবিয়া এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস তাদের কাছে সমাধান জানতে চাইলেও আবুধাবি ইমিগ্রেশন তাদের কোন সদুত্তর দেয়নি।

স¤প্রতি আবুধাবি বিমানবন্দর থেকে ১১২ বাংলাদেশি ফেরত পাঠায় দেশটির ইমিগ্রেশন বিভাগ। এছাড়াও দেশটির পলিসিগত পরিবর্তনের ৮৬৮ জন যাত্রীকে বাংলাদেশের বিমানবন্দর থেকে বাড়ি ফিরতে হয়েছে। এর আগে ১৪ ও ১৬ আগস্ট বাংলাদেশি যাত্রীদের দেশে ফেরত পাঠায় আবুধাবি। এ ঘটনায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে একটি ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনাভাইরাস

৪ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ