Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মীরাক্কেল’র বিচারক শ্রীলেখা বাদ!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ৮:৩০ পিএম

ভারতীয় বাংলা টেলিভিশনের জনপ্রিয় কমেডি শো ‘মীরাক্কেল’-এর বিচারকের আসন থেকে বাদ পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সম্প্রতি দুঃখপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় এমনটি জানিয়েছেন নায়িকা নিজেই।

তবে হঠাৎ কি কারণে জনপ্রিয় এই কমেডি শো থেকে বাদ পড়লেন শ্রীলেখা? এমন প্রশ্নের জবাব না মিললেও সোমবার এক ফেসবুক পোস্টে তিনি জানান, 'আমাকে ছাড়াই জনপ্রিয় কমেডি শো শুরু হতে চলেছে। বোধহয় সত্যি কথা বলার দাম এভাবেই চোকাতে হলো!' যদিও পোস্টে শো'য়ের নাম উল্লেখ করেননি তিনি। কিন্তু কমেডি শো থেকে বাদ পড়ার কথা বলতেই দর্শকদের বুঝতে আর বাকি নেই যে, এই পোস্ট 'মীরাক্কেল'কে ঘিরেই।

জনপ্রিয় কমেডি শো 'মীরাক্কেল' শ্রীলেখার জন্য একটা ভীষণ ইমোশনাল জার্নি। তার কথায়, 'গেল কয়েকবছর ধরে আমি এই শো'য়ের অংশ ছিলাম। খুব কষ্ট লাগলো যে, টিমের কেউই আমাকে জানালেন না বিষয়টি। আমি আনঅফিসিয়ালি লোকমুখে কথাটা শুনলাম। কষ্ট হচ্ছে। এই শো ঠিকই চলবে, কিন্তু আমি নিজেকে গুটিয়ে নিয়েছি।'

প্রায় এক দশক ধরে এই শোয়ের বিচারকের আসনে দেখা গিয়েছে শ্রীলেখা মিত্রকে। হটাৎই নায়িকার বাদ পড়ার খবরে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন তার ভক্তরা। আবার কেউ কেউ বলছেন 'স্বজনপ্রীতি' ইস্যুতে সরব হওয়ার কারণেই 'মীরাক্কেল'র সঙ্গে পাট চুকে নিতে হলো তাকে।

এদিকে শ্রীলেখার আসনে কে বসবেন? এমন প্রশ্নে যখন উত্তাল নেটদুনিয়া, সেই মুহুর্তে টলিপাড়ায় গুঞ্জন রটেছে স্বস্তিকা, নুসরাত কিংবা পাওলি দামের নাম। এই তিন তারকার যেকোন একজনকে এবারের আসরের বিচারকের ভূমিকা পালন করতে দেখা যাবে। যদিও চ্যানেল কতৃপক্ষের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে 'মীরাক্কেল' প্রেমীদের অপেক্ষার প্রহর কিছুটা বাড়লো।



 

Show all comments
  • Mohammad Iqbal ২৬ আগস্ট, ২০২০, ১১:৩৫ পিএম says : 0
    "এদিকে শ্রীলেখার আসনে কে বসবেন? এমন প্রশ্নে যখন উত্তাল নেটদুনিয়া"- জানিনা ইনকিলাবের কি হলো! খবর লেখার মত আর কিছু পাওয়া যাচ্ছে না মনে হয়। এই সামান্য খবরের নেটদুনিয়া উত্তাল, ফাজলামির একটা সীমা থাকে। শ্রীলেখা আপুকে নিয়ে আমরা কী করব এবং তার বিচারক হওয়া না হওয়াতে বিশ্বে কি প্রভাব পড়বে অথবা বাংলাদেশেই বাকি প্রভাব পড়বে??
    Total Reply(0) Reply
  • abul kalam ২৭ আগস্ট, ২০২০, ১১:১৯ এএম says : 0
    ইনকিলাব থেকে ফলপ্রসু সংবাদ আশা করি~~
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ