Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ক্যাম্পে ৩ বছরে হাতির আক্রমণে ১২ রোহিঙ্গা নিহত, অর্ধশত আহত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ৭:৪৬ পিএম

গত ৩ বছরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বন্য হাতির আক্রমণে ১২ জন রোহিঙ্গা শরনার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এই সময়ে আহত হয়েছে আরো প্রায় অর্ধ শতাধিক রোহিঙ্গা।

উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্প এলাকায় এদের মৃত্যূ হয়। কক্সবাজার আরআরআরসি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

উখিয়া-টেকনাফের বিশাল বনভূমিতে রোহিঙ্গা ক্যাম্প স্থাপন ও রোহিঙ্গা শরনার্থীরা বনভূমি ধ্বংস করে ফেলায় হাতির আবাসস্থল, হাতির বিচরণ ক্ষেত্র ও চলাচলের পথ সংকুচিত হয়েযায়।

এতে করে হাতির আক্রমণের শিকার হচ্ছে সেখানে বসতি গড়ে তোলা রোহিঙ্গারা। আরআরআরসি অফিস সুত্রে জানা যায়, বন্য হাতির আক্রমণ থেকে বাঁচার জন্য জাতি সংঘ উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন এর সহায়তায় হাতি চলাচলের পথ নির্দিষ্টকরণের কাজ এগিয়ে চলছে।

আইইউসিএন (ইন্টারনয়াশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অবন্যাচার) এ কাজ করছে। এছাড়া হাতির আক্রমণ ঠেকাতে সেখানে ৫০টি ইআরটি 'এলিফেন্ট রেসপন্স টিম' গঠন করা হয়েছে বলেও আরআরআরসি অফিস সুত্র জানিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ