Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভিনেত্রী জাহ্নবী কাপুর যখন চিত্রশিল্পী

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৬ আগস্ট, ২০২০, ৭:০৪ পিএম

লকডাউনের দিনে এবার চিত্রশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করলেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। ঘরবন্দি সময়ে নিজেকে ব্যস্ত রেখেছিলেন সৃজনশীল কাজে। আর তার প্রমাণ স্বরূপ সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন নিজের আঁকাআঁকি। যা হাতে পেয়ে দারুন খুশি জাহ্নবী ভক্তরা।

সম্প্রতি ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন জাহ্নবী কাপুর। যেখানে গালে হাত দিয়ে বসে থাকতে দেখা গিয়েছে তাকে। তার পাশেই দুটি পেইন্টিং দাঁড় করানো আছে।

মজার বিষয় হলো- ছবিগুলো নিজেই এঁকেছেন 'ধড়ক' খ্যাত এই অভিনেত্রী। ভক্তদের উদ্দেশ্যে ছবির ক্যাপশনে তিনি লেখেন, 'গত কয়েক সপ্তাহ ধরেই চিত্রশিল্পী হওয়ার চেষ্টা করছি। এটা তারই বহিঃপ্রকাশ।' নায়িকার আঁকা ছবিগুলো প্রকাশ্যে আসতেই তা অন্তর্জালে ছড়িয়ে পড়ে। এমনকি তার নতুন প্রতিভার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরাও।

উল্লেখ্য, জাহ্নবী কাপুর অভিনীত সবশেষ সিনেমা 'গুঞ্জন সাক্সেনা'। এটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। সিনেমাটি মুক্তির পর চলচ্চিত্র সমালোচকদের থেকে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে নায়িকা। এছাড়াও 'দোস্তানা টু' এবং 'তখত'-এ দেখা যাবে শ্রীদেবী কন্যাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ