বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
একটি প্রাইভেটকারে যশোরের অভয়নগরের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা করার দায়ে ঝিনাইদহের কোটচাঁদপুর থানার আলুকদিয়া গ্রামের শহিদুল ইসলামের পুত্র জহিরুল ইসলামসহ চারজনকে গতকাল মঙ্গলবার বিকেলে আটক করেছে পুলিশ।
জহিরুল ইসলামের সাথে আটক অপর তিনজন হলেন, খুলনার দৌলতপুরের দক্ষিণ পাবলা গ্রামের নূর মোহাম্মদের পুত্র শাহাদৎ হোসেন, খুলনার খালিশপুরের গোয়ালখালী গ্রামের বাবর আলীর পুত্র মোস্তফা কামাল ও একই গ্রামের আব্দুর রাজ্জাকের কন্যা ইতি খাতুন। সর্বশেষ তারা অভয়নগরের মাগুরা বাজারের আব্দুল মহিদ কিশ্বাসের ধানের মিলে গিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে কাগজপত্র দেখতে চেয়ে প্রতারণা করে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম পিপিএম দৈনিক ইনকিলাবকে এই খবর নিশ্চিত করে বলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে অভয়নগর থানা পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।