প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
'বাহুবলী' খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির আগামী সিনেমা 'ট্রিপল আর'। এতে জুটি বেঁধে অভিনয় করবেন দক্ষিনী সুপারস্টার রাম চরণ ও বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এমনটা অনেক আগে থেকেই ঠিক করে রেখেছেন সিনেমাটির নির্মাতা।
তবে হঠাৎই বলিউডের বাতাসে গুঞ্জন রটে যায়, শিডিউল জটিলতার কারণে সিনেমাটি থেকে সরে দাঁড়াচ্ছেন আলিয়া ভাট। এমনকি তার পরিবর্তে নায়িকা হিসেবে নেওয়া হচ্ছে প্রিয়াঙ্কাকে। এমন গুঞ্জন রটে যেতেই শুরু হয় জল্পনা। সত্যিই কি আলিয়া সরে যাচ্ছেন নাকি শুধুই গুঞ্জন? এমন প্রশ্নে যখন উত্তাল নেটদুনিয়া, ঠিক তখনই সেই গুঞ্জনে পানি ঢাললেন খোদ আলিয়ার ঘনিষ্ঠ এক সূত্র।
সম্প্রতি গুঞ্জনের জের ধরে গণমাধ্যমে আলিয়ার ঘনিষ্ঠ ওই সূত্রটি জানিয়েছে, 'ট্রিপল আর' থেকে আলিয়ার সরে দাঁড়ানোর খবরটি নিছকই গুঞ্জন। এই সিনেমাটি সে করছেন। আর সেজন্য নিজেকে প্রস্তুত করছেন তিনি। পাশাপাশি তেলেগু ভাষা শিখছেন। মহামারীর কারণে শুটিং বন্ধ ছিলো কিন্তু খুব শিগগিরই আবারও সেটে ফিরবেন এই অভিনেত্রী।
এদিকে আলিয়ার বাদ দেওয়ার খবরটি মিথ্যা দাবি করে পরিচালক এস এস রাজামৌলি বলেন, এটা পুরোটাই মিথ্যা একটা খবর। জানিনা কোথায় থেকে এসব গুঞ্জন ছড়িয়ে পড়ে। 'ট্রিপল আর'-এর জন্য আমরা আলিয়াকে পছন্দ করেছি। তাকে বাদ দেওয়ার প্রশ্নই উঠে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।