বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পুকুরে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার রাত ১০টার দিকে উপজেলার ভাঙা বাটিকামার গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আওয়াল (২৩)। তিনি খোকসা উপজেলার আমলাবাড়ি গ্রামের মিজানুর রহমান গুরুর ছেলে।
প্রত্যক্ষদর্শী বাটিকামারা গ্রামের নাঈম, ফারুখ, ইমন শেখ ও রাব্বি শেখ জানান, সোমবার রাত ১০টার দিকে ভাঙা মসজিদসংলগ্ন রাস্তার ওপর একজন যুবককে পড়ে থাকতে দেখে তারা মৃগীরোগী মনে করে নাকের কাছে জুতা ধরেন।
এ সময় যুবকটি উঠে তাদের দিকে পকেটে থাকা মোবাইল ছুড়ে মারে এবং পার্শ্ববর্তী মো. জিন্নাহ শেখের পুকুরের মধ্যে ঝাঁপ দেয়।
পরে ওই যুবককে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে কুমারখালী থানা পুলিশ যুবকটির পরিচয় উদ্ধার করে এবং তার অভিভাবকদের খবর দিলে তারা আসতে অপারগতা প্রকাশ করেন।
তারা জানান, ছেলেটি মাদকাসক্ত। কিছু দিন আগে জেল থেকে বেরিয়ে বখাটেদের সঙ্গে মিশে পরিবারের ওপর নানাভাবে অত্যাচার করে। পরে নানাভাবে বুঝিয়ে তাদের নিয়ে আসা হয়।
এ বিষয়ে কুমারখালী থানার ওসি মো. মজিবুর রহমান জানান, ছেলেটির পরিবারের কথামতো জানা যায়, তিনি মাদকাসক্ত এবং অতিরিক্ত নেশা করে পানিতে ডুবে হয়তো মারা গেছেন।
তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার আগে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।