বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাবেক মেম্বার প্রদীপ মন্ডল (৪৮) পরকিয়ার টানে নবাবগঞ্জ এলাকায় গিয়ে আটক হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে স্থানীয়রা প্রদীপকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে নবাবগঞ্জের আগলা পুলিশ ফাঁড়িতে সর্পোদ করে। প্রদীপ সাতগাঁও গ্রামের মৃত রাম লাল মন্ডলের ছেলে। সে ৩ সন্তানের জনক।স্থানীয়রা জানায়, প্রদীপ মন্ডল তার গ্রামেরই এক প্রবাসীর স্ত্রীর (৩৭) সাথে পরকিয়া সম্পর্ক গড়ে তোলে। প্রায় ১ বছর আগে প্রদীপ মন্ডল ৫ সন্তানের জননী ওই নারীর সাথে অন্তরঙ্গ অবস্থায় ধরা পরে। সম্প্রতি ওই নারী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় তার বাবার বাড়িতে বেড়াতে যায়। প্রদীপ মন্ডলও রবিবার রাতে পরকিয়ার টানে ওই গৃহবধূর সাথে দেখা করতে নবাবগঞ্জ যায়। অপরিচিত প্রদীপ মন্ডল ওই বাড়িতে রাত্রি যাপন করায় স্থানীয়রা প্রদীপকে আটক করে উত্তম মাধ্যম দেয়।
বর্তমানে প্রদীপ মন্ডল উপজেলার আগলা ইউনিয়নের গালিমপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রদীপ মন্ডলের স্ত্রী নিপা মন্ডল বলেন, তাকে ওই খানে আটক করা হয়েছে। সাতগাঁও এলাকার বাসিন্দা নান্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রদীপকে স্থানীয় পুলিশ ফাড়ির নির্দেশক্রমে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সাব্বির শেখও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এব্যাপারে যুবলীগ সভাপতি প্রদীপ মন্ডলের সাথে মোবাইল ফোনে কল করে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।