Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চকরিয়ায় নির্মাণাধীন রেল লাইনের গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ৭:৪৯ পিএম

কক্সবাজারের চকরিয়ায় রেল লাইন নির্মাণ কাজে সৃষ্ট গর্তের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ২৪ আগষ্ট’২০ইং দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ববড়ভেওলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রওশন আলী সিকদারপাড়ায় ঘটেছে মর্মান্তিক এ ঘটনা।

পানিতে ডুবে মারা যাওয়া শিশুরা হলো’ ওই এলাকার নুরুল আমিনের ছেলে ইমাম হোসেন (৬) ও মো: মানিকের ছেলে আবদুর রহমান (৮)।
স্থানীয় চকরিয়ার পূর্ববড়ভেওলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল আরিফ দুলাল ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, দুই শিশু আপন চাচাতো-জেঠাতো ভাই।

তারা পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশ্ববর্তী নির্মাণাধীন রেল লাইনের জন্য উত্তোলিত মাটির গর্তে খেলা করতে যায়। গত কয়েকদিনের ভারি বর্ষনের ফলে দুই অবুজ শিশু গর্তের পানিতে ডুবে মারা যায়।

তারা দুইজনকে না পেয়ে আশপাশে খুজাখুজি শুরু করলে পানিতে ভাসমান অবস্থায় লাশ পায় আত্বীয় স্বজনরা। তারা শিশুদের পারিবারিকভাবে দাফনের ব্যবস্থা নিয়েছেন বলে জানান।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান জানান, দুই শিশু রেললাইনের গর্তের পানিতে ডুবে মারা গেছে শুনেছি। এব্যাপারে পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ