Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

চমেকে ছাত্রলীগের বিরোধ ১১ চিকিৎসকসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ৬:১০ পিএম

জাতীয় শোক দিবস পালনের কর্মসূচি ঠিক করতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রাবাসে বৈঠকে হামলার ঘটনায় ১১ জন ইন্টার্ন চিকিৎসকসহ ছাত্রলীগের একাংশের ২৬ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন হামলায় আহত ডেন্টাল বিভাগের শিক্ষার্থী শাওন দত্ত। আদালত মামলা গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদির আইনজীবী শাহরিয়ার তানিম।
অভিযুক্তরা সবাই মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। আর মামলার বাদি শাওন দত্ত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী। চমেকে প্রতিনিয়তই ছাত্রলীগের দুই পক্ষের সংঘাত এবং মামলা পাল্টা মামলা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ