বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী-৫ আসনের এমপি এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডাঃ মোঃ মনসুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আজ সোমবার সকালে বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ হেলিকপ্টারে এমপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঢাকায় নেয়া হয়েছে। এমপির ব্যাক্তিগত সহকারী ও পরিবারের স্বজনরাও তার সাথে গেছেন।
জানা গেছে, গত ২২ আগস্ট সাংসদ ডাঃ মনসুর রহমানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে রাজশাহী মেডিকেল কলেজ ভাইরোলজী ল্যাব থেকে রিপোর্ট দেয়া হয়। পরদিন ২৩ আগস্ট দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি কেবিন-১ এ আইসোলেশনে থাকেন।
খবরটি প্রধানমন্ত্রীর কাছে পৌছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে বলেন।
এরপর এমপি ডাঃ মনসুর রহমানকে সোমবার সকালে রাজশাহী শাহমুখদম বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টারে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে।
বর্তমানে এমপি সদস্য ডাঃ মনসুর রহমানের শারীরিক অবস্থা ভালো আছে বলে জানা গেছে। জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা সহ করোনা উপসর্গ নেই বলে পরিবারের স্বজনরা জানিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।