পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
করোনা উপসর্গ সর্দি, জ্বর, কাশি, গলাব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে সারা দেশে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এদের কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ছিল কিনা তা নিশ্চিত নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় করোনা উপসর্গ নিয়ে আবদুল হান্নান (৪৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে জেলা সদর হাসপাতালে তিনি মারা যান। মৃত আবদুল হান্নান জেলার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
নড়াইল : করোনা উপসর্গ নিয়ে নড়াইল সদর হাসপাতালে সিরাজুল ইসলাম (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের জুড়ালিয়া গ্রামে। গতকাল সকালে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা : করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে এক নারীর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে তিনি মারা যান। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম এ তথ্য জানান। মৃত নারীর নাম শুকজান বিবি (৬৫)। তিনি খুলনার পাইকগাছা উপজেলার রামনগর গ্রামের মৃত আব্দুল করিম সরদারের স্ত্রী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।