Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওপেক জ্বালানি তেলের উত্তোলন বৃদ্ধি করবে

প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট ডেস্ক : আগামী বছরেও জ্বালানি তেলের উত্তোলন বৃদ্ধি অব্যাহত রাখবে অর্গানাইজেশন অব পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজভুক্ত (ওপেক) দেশগুলো। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যাংকিং প্রতিষ্ঠানে জেপি মরগানের এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। খবর ট্রেন্ড নিউজ এজেন্সি।
জেপি মরগানের বিশেষজ্ঞদের প্রত্যাশা, চলতি বছর ওপেকভুক্ত দেশগুলোর দৈনিক গড় উত্তোলন দাঁড়াতে পারে ৩ কোটি ২৮ লাখ ব্যারেলে। ২০১৭ সালে তা দাঁড়াতে পারে ৩ কোটি ৩১ লাখ ব্যারেলে। জ্বালানি তেলের বাজার-সম্পর্কিত মাসিক প্রতিবেদনে জেপি মরগান বিশ্লেষকদের পূর্বাভাস, চলতি বছরের তৃতীয় প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) ওপেকের উত্তোলনে ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকবে। মূলত সৌদি আরব ও নাইজেরিয়ার বর্ধিত উত্তোলনই এতে ভূমিকা রাখতে যাচ্ছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জুনে সৌদি আরবের উত্তোলন বেড়ে দাঁড়িয়েছে দৈনিক ১ কোটি ৫ লাখ ব্যারেলের কাছাকাছি। গত বছরের একই সময়ে দৈনিক গড়ে ১ কোটি ২ লাখ থেকে ১ কোটি ৩ লাখ ব্যারেল জ্বালানি তেল উত্তোলন করেছিল দেশটি। এছাড়া নাইজেরিয়ায় ব্যাহত হওয়া উত্তোলন আবার পুরোদমে চালু হতে চললেও দেশটির জ্বালানি তেল খাত নিয়ে এখনো সংশয় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, নাইজেরিয়ায় উত্তোলনের ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকলেও তা নিয়ে সংশয় কাটেনি। তবে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে দেশটির দৈনিক গড় উত্তোলন এক লাখ ব্যারেল বেড়ে দাঁড়াতে পারে ১৫ লাখ ব্যারেলে। তবে এ উত্তোলন দেশটির প্রকৃত সক্ষমতার অনেক কম। দেশটির জ্বালানি তেল উত্তোলন খাত থেকে নাইজার ডেল্টা অ্যাভেঞ্জার্স নামের জঙ্গি সংগঠনটির হামলার প্রভাব এখনো পুরোপুরি কাটেনি। জেপি মরগান বিশেষজ্ঞদের পূর্বাভাস, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে ওপেকের দৈনিক সম্মিলিত উত্তোলনের গড় দাঁড়াতে পারে ৩ কোটি ৩২ লাখ ব্যারেলে। বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) সামান্য কমে তা নেমে আসতে পারে ৩ কোটি ২৯ লাখ ব্যারেলে। অন্যদিকে আগামী বছরের চারটি প্রান্তিকে ওপেকের দৈনিক সম্মিলিত উত্তোলনের গড় দাঁড়াতে পারে যথাক্রমে ৩ কোটি ৩০ লাখ ব্যারেলে (জানুয়ারি-মার্চ), ৩ কোটি ৩২ লাখ (এপ্রিল-জুন), ৩ কোটি ৩৪ লাখ (জুলাই-সেপ্টেম্বর) ও ৩ কোটি ২৯ লাখ (অক্টোবর-ডিসেম্বর) ব্যারেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওপেক জ্বালানি তেলের উত্তোলন বৃদ্ধি করবে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ