Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আক্রান্ত ৩২ সুস্থ ৫১ জন

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২০, ১২:০১ এএম

চট্টগ্রামে আরো ৩২ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ২৯৪ জনের। সংক্রমণ শনাক্তের হার ১০.৮৮ শতাংশ। মারা গেছেন আরো দুই জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫১ জন। গতকাল রোববার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রামে সংক্রমণ এবং হাসপাতালে রোগী ভর্তি কমে আসছে। এ পর্যন্ত ৭২ হাজার ৭৭৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬ হাজার ৪১৯ জনের। সংক্রমণের হার ২২ শতাংশ। এ পর্যন্ত মারা গেছেন ২৬৩ জন।
সুস্থ হয়েছেন ১১ হাজার ৩৯৮ জন। তাদের মধ্যে বাসায় থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৬৯১ জন। যা মোট সুস্থের ৭৬ ভাগ। হাসপাতালে ভর্তি আছেন ১৭২ জন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনা শয্যা ১৫০টি। সেখানে রোগী আছেন ৮৯ জন। চমেক হাসপাতালে আছে প্রায় দুইশ’ শয্যা, রোগী ভর্তি আছেন ৭৫ জন। ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৩০ শয্যায় রোগী ভর্তি আছেন আট জন। বেশির ভাগ হাসপাতালে শয্যা খালি। সিটি কর্পোরেশনের আড়াইশ শয্যাসহ নগরীতে প্রায় এক হাজার শয্যার বেশ কয়েকটি আইসোলেশন সেন্টার গড়ে তোলা হয়। এই সব সেন্টার এখন ফাঁকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ