Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অসুস্থ বৃদ্ধের পাশে দাঁড়ালেন মিমি

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ৭:৩৫ পিএম

কলকাতার প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের পাশাপাশি তার আরও একটি পরিচয় আছে যা ইতোমধ্যে সবারই জানা। নায়িকা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন তৃণমূলের সাংসদ। অভিনয় ও রাজনীতির মাঠ সামলানোর পাশাপাশি মানবিক কাজেও বেশ অ্যাক্টিভ তিনি। সম্প্রতি এক অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করলেন তিনি।

জানা গিয়েছে, শনিবার কলকাতা শহরের শেক্সপিয়র সরণীতে এক অসুস্থ বৃদ্ধকে পড়ে থাকতে দেখা যায়। সেসময় আরাধনা ও জয়দীপ নামের দুই ব্যক্তি পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাদের সেই পোস্ট নজরে আসতেই বৃদ্ধটিকে সাহায্যের জন্য এগিয়ে আসেন মিমি চক্রবর্তী।

কলকাতা পুলিশের সহায়তায় ওই বৃদ্ধকে শম্ভুনাথ পন্ডিত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন মিমি। তবে শুধু ভর্তি করেই ক্ষান্ত হননি তিনি। সবসময় ওই বৃদ্ধের খোঁজ খবরও রাখছেন এই অভিনেত্রী-সাংসদ। নায়িকার এমন মমহানুভবতার প্রশংসা করেছেন অনেকেই।

ঘাটালের সাংসদ মিমি বরাবরই মানব সেবায় সিদ্ধহস্ত। করোনা মহামারী থেকে শুরু করে আমফান ঝড়ের দুর্দিনেও নিজের নির্বাচনী এলাকায় ছুটে গিয়েছেন তিনি। পাশাপাশি নানা সময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে তাকে।

প্রসঙ্গত, নির্মাতা অংশুমান প্রত্যুষের 'এসওএস কলকাতা' নিয়ে ব্যস্ত রয়েছেন মিমি চক্রবর্তী। এতে তাকে ছাড়াও দেখা যাবে নুসরাত জাহান ও যশ গুপ্তকে। এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়ে গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ