Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

ফেনীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৬শ ছাড়িয়ে

ফেনী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০২০, ৭:৩৩ পিএম

ফেনীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৬শ ছাড়িয়ে গেছে। দিনের ব্যবধানে আজ আরো ১২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ৪৯ টি নমুনা পরীক্ষা করা হলে সেখানে ১২টি নমুনা রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬১৪ জনে দাঁড়ালো। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৬১৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৩১০ জন। মারা গেছেন ৩৫ জন। এ পর্যন্ত ফেনীতে ৮ হাজার ১৯৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল পাওয়া গেছে ৭ হাজার ৯৮৬ টি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ