Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমিন বাজারের বর্জ্য ডাম্পিং স্টেশন থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ৯:২০ পিএম

দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে বর্জ্যপদার্থ থেকে বিদ্যুত উৎপাদন। সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ডাম্পিং স্টেশন থেকে বিদ্যুৎ উৎপাদনের এই পরিকল্পনার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। এজন্য ইতোমধ্যে একটি কোম্পানিকে অনুমোদনও দেয়া হয়েছে।
শনিবার সাভারের আমিনবাজারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ডাম্পিং স্টেশন ‘আমিনবাজার স্যানেটারি ল্যান্ডফিল্ড’ পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা জানান।
মন্ত্রী বলেন, আমিনবাজারের এই স্যানেটারি ল্যান্ডফিল্ডের ময়লা-আবর্জনা থেকে বিদ্যুত উৎপাদনের মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা আরও সহজ হবে। পরিবেশ দূষণ রোধে এটি একটি নতুন মাইলফলক হবে।
তিনি আরও বলেন, এবিষয়ে সংশ্লিষ্ট অন্যান্য বিভাগ ও মন্ত্রনালয়ের সাথে ফলপ্রসু আলোচনা হয়েছে। শিঘ্রই অনুমোদিত কোম্পানির সাথে চুক্তি সম্পাদন করা হবে। চুক্তি সম্পাদনের পর ২০ মাসের মধ্যে উৎপাদন শুরুর আশা প্রকাশ করেন তিনি।
এসময় মন্ত্রীর সফরসঙ্গী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, এই স্টেশন থেকে বিদ্যুত উৎপাদনের জন্য প্রতিদিন ৩ হাজার টন বর্জ্য ব্যবহার করা যাবে এবং এর থেকে প্রতিদিন ৩৬ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়েছে।
মেয়র আরও জানান, বর্তমানে বর্জ্য রাখার জন্য এই স্টেশনের ৫২ একর জমি রয়েছে। বিদ্যুত উৎপাদন প্রকল্পের জন্য নতুন করে আরও ৮২ একর জমি অধিগ্রহনের প্রক্রিয়া চলছে।
এর আগে মন্ত্রী রাজধানীর গাবতলী এলাকায় একটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
মন্ত্রীর সাথে এসময় আমিনবাজার স্যানেটারি ল্যান্ডফিল্ড এর প্রধান বর্জ্য ব্যবস্থাপক কমোডর এম সাইদুর রহমান, প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল আমিরুল ইসলামসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ