Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীর হাতিয়ায় উদ্ধারকারী জাহাজ ডুবি, নিখোঁজ বাবুর্চির লাশ উদ্ধার

নোয়াখালী ব্যুরো | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ৮:১৪ পিএম

হাতিয়ার মেঘনা নদীতে ডুবে যাওয়া মালবাহী লাইটার জাহাজ উদ্ধার করতে এসে ডুবে যাওয়া লাবনী-৩ কাট বোর্ড (উদ্ধারকারী জাহাজ) এর নিখোঁজ বাবুর্চি আবুল হাশেমের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনায় এখনো জাহাজের মাস্টার আবুল কালাম (৫০) নিখোঁজ রয়েছেন।

শনিবার বিকালে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবুল হাশেম পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের ছাত্তার উল্যার ছেলে।

হাতিয়া থানার ওসি আবুল খায়ের বলেন, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উদ্ধারকারী জাহাজটি হাতিয়া উপজেলা চরঈশ^র ইউনিয়নের বাংলা বাজারের পূর্ব দিকে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মাঝামাঝি এলাকায় ডুবে যায়। বৃহস্পতিবার সকালে ৪জন জীবিত উদ্ধার হলেও জাহাজটির মাস্টার আবুল কালাম ও বাবুর্চি আবুল হাশেম নিখোঁজ ছিলেন। শনিবার বিকালে লাবনী-৩ কর্তৃপক্ষের আনা ডুবুরি দল ওই জাহাজটির ভিতর থেকে আটকে থাকা অবস্থায় আবুল হাশেমের লাশটি উদ্ধার করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ