Inqilab Logo

রবিবার, ৩০ জুন ২০২৪, ১৬ আষাঢ় ১৪৩১, ২৩ যিলহজ ১৪৪৫ হিজরী

রংপুরে বাড়ি থেকে স্বামীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্ত্রী ও শ্যালক পলাতক

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২০, ৮:০৯ পিএম

রংপুর মহানগরীর নীলকণ্ঠ মাস্টারপাড়ায় নিজ বাড়ি থেকে সাজু মিয়া (৪৮) নামের একজন রিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসাপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা গেছে, সম্প্রতি রিক্সা চালক সাজু মিয়া একটি জমি বিক্রি করেন। ওই জমি বিক্রির সব টাকা স্ত্রী আরজিনা বেগম (৪২) নিজের নামে ব্যাংকে জমা করেন। তাদের তিন সন্তান আছে। কিন্তু ব্যাংকে স্বামী সন্তানকে নমিনি না করে চাপ প্রয়োগের মাধ্যমে আরজিনা তার নিজ ভাইকে নমিনি করেন। এ নিয়ে স্ত্রী-স্বামীর মধ্যে বিরোধ চলে আসছিল। সকালে সাজু মিয়ার লাশ বাড়ির ভেতরের কাঁঠাল গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
এলাকাবাসী জানান, ঘটনার রাতে শ্যালক সাজু মিয়ার বাড়িতে ছিল। ভোর রাতে তারা বাড়ি থেকে পালিয়ে গেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ